E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টস জিতে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

২০২২ জানুয়ারি ১৬ ১৯:১২:৩৮
টস জিতে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে আজই প্রথম মাঠে নামছে বাংলাদেশ। এরই মধ্যে টুর্নামেন্টের ১০টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে। ১১তম ম্যাচে এসে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের মোকাবেলা করবে রাকিবুল হাসানের দল।

শিরোপা ধরে রাখার লক্ষ্যে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্কে ইংল্যান্ডের সঙ্গে টস করতে নেমে প্রথমেই জয় পেলেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসান। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।

গত বিশ্বকাপ বিজয়ী বাংলাদেশ দলের অন্যতম সদস্য ছিলেন রাকিবুল। সেই অভিজ্ঞতার কারণে এবার তার নেতৃত্বেই বিশ্বকাপে খেলতে দল পাঠানো হলো ওয়েস্ট ইন্ডিজে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

মাহফিজুল ইসলাম, আরিফুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, আইচ মোল্লাহ, মোহাম্মদ ফাহিম (উইকেটরক্ষক), আবদুল্লাহ আল মামুন, এসএম মেহেরব, আশিকুর রহমান, রাকিবুল হাসান (অধিনায়ক), নাইমুর রহমান, রিপন মন্ডল।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল

জর্জ থমাস, জ্যাকব বেথেল, টম প্রেস্ট (অধিনায়ক), জেমস রেও, উইলিয়াম লাক্সটন, জর্জ বেল, অ্যালেক্স হর্টন (উইকেটরক্ষক), জেমস সেলস, থমাস অস্পিনওয়াল, ফতেহ সিং, জসুয়া বয়ডেন।

(ওএস/এসপি/জানুয়ারি ১৬, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test