E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিলবাওকে হারিয়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

২০২২ জানুয়ারি ১৭ ১৪:৪৯:৫৪
বিলবাওকে হারিয়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : নতুন বছরের প্রথম শিরোপা ঘরে তুললো স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। রোববার রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তারা হারিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে। ম্যাচের দুই অর্ধে করা দুই গোলে ২-০ ব্যবধানে জিতে স্পেনের ঘরোয়া ফুটবলের শিরোপাটি নিজেদের করে নিয়েছে রিয়াল।

সৌদি কিং ফাহাদ স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে রিয়ালের সঙ্গে প্রায় সমানে সমান লড়েছে বিলবাও। কিন্তু ১৪টি শট করেও কোনো গোল করতে পারেনি তারা, লক্ষ্যে ছিল মাত্র দুইটি শট। অন্যদিকে রিয়াল চারটি শট লক্ষ্যে রেখে দুইটিতেই আদায় করে নিয়েছে গোল। যা এনে দিয়েছে জয়।

সুপার কাপের সবশেষ আসরের চ্যাম্পিয়ন ছিল বিলবাও। এবার তাদেরকে রানার্সআপ বানিয়ে ১২তম সুপার কাপ শিরোপা জিতলো কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই টুর্নামেন্টে সর্বোচ্চ ১৩ শিরোপা জয়ের রেকর্ড রিয়ালের চির প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনার।

রোববারের ফাইনালে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৩৮ মিনিট পর্যন্ত। নিজেদের অর্ধে বল পেয়েছিলেন লুকা মদ্রিচ। তিনি রদ্রিগোকে দিয়ে এগিয়ে যান সামনে। রদ্রিগো আরও সামনে এগিয়ে কাটব্যাক করেন মদ্রিচের উদ্দেশ্যে। ফিরতি বল পেয়ে জোরালো শটে প্রথম গোল করেন মদ্রিচ।

দ্বিতীয় গোলটি হয় দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫২ মিনিটে গিয়ে। পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। ডি-বক্সের মাথা থেকে তার শট প্রতিপক্ষ ডিফেন্ডার আলভারেজের হাতে লাগলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

দুই গোলে এগিয়ে গেলেও রিয়ালের চিন্তার কারণ হতে পারতো ম্যাচের ৮৭ মিনিটে পাওয়া এডের মিলিটাওয়ের লাল কার্ড। গোল মুখে হ্যান্ডবল করায় লাল কার্ড দেখেন মিলিটাও। আর পেনাল্টি পায় বিলবাও। তবে সেটি রুখে দিয়ে দলকে উদ্ধার করেন গোলরক্ষক থিবো কর্তোয়া। যা নিশ্চিত করে রিয়ালের জয়।

(ওএস/এএস/জানুয়ারি ১৭, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test