E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টেস্টেও কোহলির জায়গা নিচ্ছেন রোহিত

২০২২ জানুয়ারি ১৭ ১৬:২৭:০৯
টেস্টেও কোহলির জায়গা নিচ্ছেন রোহিত

স্পোর্টস ডেস্ক : আবার তিন ফরম্যাটে অভিন্ন অধিনায়কের যুগে প্রবেশ করছে ভারতীয় ক্রিকেট দল। ওয়ানডে, টি-টোয়েন্টিতে আগেই অধিনায়কত্ব দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। এবার টেস্টেও তার হাতেই দায়িত্ব ছাড়বে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

চলতি দক্ষিণ আফ্রিকা সফর শেষে এই ঘোষণা দেবে তারা। খবরটি জানাচ্ছে খেলাধুলাভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম ইনসাইড স্পোর্ট। বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইনসাইড স্পোর্টকে বলেছেন, ‘কোনো সন্দেহ ছাড়াই ভারতের নতুন টেস্ট অধিনায়ক হচ্ছেন রোহিত শর্মা।’

মূলত প্রক্রিয়া মেনেই রোহিতকে টেস্টেও দায়িত্ব দিচ্ছে ভারত। আগেই তাকে বিরাট কোহলির সঙ্গে সহ-অধিনায়কত্ব দেওয়া হয়েছিল। এবার কোহলি সরে দাঁড়ানোয় সেই খালি জায়গাটিই নিচ্ছেন রোহিত। শনিবার টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কোহলি।

এখন কোহলির জায়গায় রোহিতকে দেওয়ার আগে একটি বিষয় নিয়ে শুধু চিন্তিত বিসিসিআই। সেটি হলো রোহিতের ফিটনেস এবং তিন ফরম্যাট মিলে ওয়ার্কলোড ম্যানেজম্যান্ট। তাই এ বিষয়ে আগে রোহিতের সঙ্গে কথা বলবেন নির্বাচকরা।

বিসিসিআই কর্মকর্তা বলেছেন, ‘(রোহিত টেস্টেও অধিনায়ক হলে) ওয়ার্কলোড অনেক বেড়ে যাবে। তাই রোহিতের নিজেকে অনেক ফিট এবং সতেজ রাখতে হবে। আমার মনে হয়, নির্বাচকরা এ বিষয়ে তার সঙ্গে কথা বলবে। তাকে ফিটনেস নিয়ে বাড়তি কাজ করতে হবে।’

রোহিতের ডেপুটি হিসেবে কাকে দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সহ-অধিনায়ক হবে ভারতের পরবর্তী নেতারা। এখন লোকেশ রাহুল, রিশাভ পান্ত, জাসপ্রিত বুমরাহরা ভবিষ্যতের নেতা। তাদেরকে অধিনায়ক হিসেবে গড়ে তুলতে হবে। এদের মধ্য থেকেই একজনকে সহ-অধিনায়ক বাছাই করতে হবে।’

(ওএস/এসপি/জানুয়ারি ১৭, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test