E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

লিনের অপার্থিব এক ক্যাচ!

২০১৪ এপ্রিল ২৫ ১৬:৫২:৩৯
লিনের অপার্থিব এক ক্যাচ!

স্পোর্টাস ডেস্ক : ক্যাচই ম্যাচ বাঁচায় অথবা ক্যাচ মিস তো ম্যাচ মিস। এমন কথা ক্রিকেটে হরহামেশা শোনা যায়। কিন্তু গতকাল মরুর দেশে কলকাতা নাইট রাইডার্স বনাম বেঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচে যেটা হল তার কোনো তুলনা হতেই পারে না। কেউ কেউ বলছেন আইপিএল ইতিহাসে এটা সেরা ক্যাচ।

শেষ ওভারে জয়ের জন্য আরসিবি-র দরকার ছিল ৯ রান৷ প্রথম তিন বলে মাত্র তিন রান ওঠায় শেষ তিন বলে ব্যাঙ্গালোরের প্রয়োজন ছিল ৬ রান৷ স্ট্রাইকে টি-২০ বিশেষজ্ঞ-খ্যাত এবি ডি ভিলিয়ার্স৷ বিনয় কুমারের চতুর্থ ডেলিভারি পুল করে মাঠের বাইরে পাঠানোর চেষ্টায় বাউন্ডারির ধারে লিনের তালুবন্দি হন তিনি। নিশ্চিত ছয় রানকে ক্যাচে বদলে কেকেআর-কে ম্যাচ জিতিয়ে অভিষেক ম্যাচেই নায়ক লিন৷ ব্যাট হাতে কেকেআর ইনিংসে সর্বোচ্চ (৪৫) রান করার পর অসাধারণ ক্যাচ নিয়ে ম্যাচের সেরা অজি অল-রাউন্ডার৷

লিনের এই অসাধারণ ক্যাচ ধরার পর ইন্টারনেট দুনিয়ায় চলছে লিন-বন্দনা। ম্যাচ শেষে লিনও শুনিয়েছেন ওই ক্যাচটির গল্প, ‘আমি তো উঁচু হিটটা আমার দিকে আসছে দেখতে গিয়ে বাউন্ডারি লাইনের সামান্য ভেতরে পা পিছলে পড়েই গিয়েছিলাম। ততক্ষণে ক্যাচটা আমার কাছে এসে পড়েছে। সেই মুহূর্তে ভাবছিলাম যদি আমি এখন উঠে দাঁড়াতে গিয়ে ক্যাচটা ফেলে দেই, তাহলে বোকার মতো দেখাবে। সে জন্য নিজের ওই নিচু অবস্থান থেকেই লাফ মেরে ক্যাচটা ধরেই শরীরটা বাউন্ডারি লাইনের ভেতরে রাখার জন্য এক হাতে ভর দিয়ে মাটিতে পড়লাম।’

অধিনায়ক গৌতম গম্ভীরও পঞ্চমুখ হলেন লিনের কথা উঠতেই, ‘আমাদের ব্যাটিং অগোছালো হচ্ছে। ক্রিসের ইনিংসটা (৩১ বলে ৪৫) সেখানে খানিকটা মলমের কাজ করেছে। ওর জন্যই এ দিন প্রথম দশ ওভারে আমাদের ব্যাটিংকে আগের চেয়ে উন্নত দেখিয়েছে। তবে আসল হচ্ছে ওর ওই ক্যাচটা। আক্ষরিক অর্থে অবিশ্বাস্য। অন্য গ্রহের ফিল্ডিং!’

(ওএস/এটি/এপ্রিল ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test