E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মারা গেলেন বার্সেলোনার সাবেক কোচ তিতো

২০১৪ এপ্রিল ২৬ ১১:১২:৫৩
মারা গেলেন বার্সেলোনার সাবেক কোচ তিতো

স্পোর্টস ডেস্ক, ঢাকা : আড়াই বছরেরও বেশি ক্যানসারে ভোগার পর শুক্রবার মারা গেলেন বার্সেলোনা কোচ তিতো ভিলানোভা৷ ২০১১ সাল থেকে প্যারোটিড গ্ল্যান্ডের ক্যানসারে ভুগছিলেন তিনি৷ বয়স হয়েছিল ৪৫৷

প্রথম যখন ক্যানসার ধরা পড়েছিল, ২০১১ সালের নভেম্বরে তখন তিনি বার্সেলোনায় পেপ গুয়ার্দিওলার সহকারী৷ ২০০৮ থেকেই তিনি এই সহকারীর ভূমিকায়৷ আর পেপের ওই সময়ই বার্সেলোনা স্বর্ণযুগের মধ্যে দিয়ে গিয়েছে৷ ২০১২ সালে পেপ বার্সেলোনার কোচের পদে ইস্তফা দেওয়ায় ম্যানেজার হিসেবে বসেন ভিলানোভা৷ কোচ হিসেবে তাঁকে সবাই মেনে নেন৷ মেসি, ইনিয়েস্তাদের কাছের হয়ে ওঠেন তিনি৷

গুয়ার্দিওলার তিকিতাকার ঐতিহ্য ধরে রেখেই ২০১৩ সালে লিগ জেতে বার্সেলোনা৷ সেবার ১০০ পয়েন্ট নিয়ে রেকর্ড করে বার্সেলোনা৷ যদিও এর মধ্যেই মাস দুয়েক ক্যানসারের চিকিত্‍সার জন্য ছুটি নিয়েছিলেন৷ তখন দায়িত্বে ছিলেন তাঁর সহকারী খোর্দি রৌরা৷ ২০১২-১৩ মরসুম শেষ হওয়ার পর ভিলানোভা জানিয়ে দেন, ক্যানসারের চিকিসার জন্যই আর ম্যানেজার থাকা সম্ভব নয়৷ তিনি নিউইয়র্কেও যান চিকিত্‍সার জন্য৷

চিকিত্‍সা চললেও ক্রমশ ছড়িয়ে পড়েছিল ক্যানসার৷ গত কয়েক দিনে অবস্থার অবনতি হয়৷ অস্ত্রোপচার করা হলেও লাভ হয়নি৷ শুক্রবার মারা যান প্রাক্তন বার্সেলোনা ম্যানেজার৷

(ওএস/এইচ/এপ্রিল ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test