E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

করোনামুক্ত সাকিব আল হাসান

২০২২ মে ১৩ ১১:৩২:১৮
করোনামুক্ত সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে ভালো খবর পেলো বাংলাদেশ ক্রিকেট দল। করোনামুক্ত হয়েছেন দলের সেরা তারকা সাকিব আল হাসান। নতুন করে করানো করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পেয়েছেন এ বিশ্বসেরা অলরাউন্ডার।

সংবাদমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। জানা গেছে, আজ বিকেলেই রাজধানী থেকে বন্দর নগরী চট্টগ্রামে চলে যাবেন সাকিব। তবে তার প্রথম টেস্টে অংশগ্রহণ এখনও অনিশ্চিত।

গত সোমবার (৯ মে) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর করানো পরীক্ষা করোনা পজিটিভ শনাক্ত হয়েছিলেন সাকিব। করোনা প্রটোকল অনুযায়ী পাঁচদিন আইসোলেশনে থেকে ১৫ মে পুনরায় পরীক্ষা করানোর কথা ছিল তার। তবে আগেই পরীক্ষা করিয়ে নেগেটিভ ফল পাওয়া গেছে।

পাঁচদিন আইসোলেশনে থাকতে হবে বিধায় সিরিজের প্রথম টেস্ট থেকে রুলড আউট করে দেওয়া হয়েছিল সাকিবকে। তবে এখন নতুন করে তৈরি হয়েছে প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা। আজ বিকেলে চট্টগ্রাম যাওয়ার কথা রয়েছে তার।

এরপর শনিবার ম্যাচের আগেরদিন দলের সঙ্গে অনুশীলন করবেন তিনি। সেখানে ফিটনেস টেস্টসহ শারীরিক ধকলের বিষয়গুলো মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে প্রথম ম্যাচ খেলার ব্যাপারে। এখনও নিশ্চিতভাবে জানা যায়নি তিনি প্রথম ম্যাচে খেলবেন কি না।

(ওএস/এএস/মে ১৩, ২০২২)

পাঠকের মতামত:

২৮ মে ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test