E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘চ্যাম্পিয়ন্স লিগের চেয়ে প্রিমিয়ার লিগ জেতা কঠিন’

২০২২ মে ২১ ১৭:৪৬:১৭
‘চ্যাম্পিয়ন্স লিগের চেয়ে প্রিমিয়ার লিগ জেতা কঠিন’

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। এই টুর্নামেন্ট জেতাই থাকে ইউরোপের সব ক্লাবের প্রধান লক্ষ্য। তবে এই চ্যাম্পিয়ন্স লিগ জেতার চেয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা বেশি কঠিন মনে করেন পেপ গার্দিওলা।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিলেও প্রিমিয়ার লিগের শিরোপা জেতার সমূহ সম্ভাবনা রয়েছে ম্যানচেস্টার সিটির। অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ ম্যাচটি জিতলেই আবারও প্রিমিয়ার লিগের শিরোপা উঁচিয়ে ধরবে পেপ গার্দিওলার শিষ্যরা।

এরই মাঝে প্রিমিয়ার লিগ জেতাকে চ্যাম্পিয়ন্স লিগ জেতার চেয়েও কঠিন বলে মন্তব্য করলেন গার্দিওলা। এ বিষয়ে নিজের যুক্তিও তুলে ধরেছেন গত আসরের চ্যাম্পিয়ন্স লিগে রানার্সআপ হওয়া ম্যান সিটির এ কোচ।

সংবাদমাধ্যমে গার্দিওলা বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের চেয়ে প্রিমিয়ার লিগ জেতা কঠিন। কারণ এখানে অনেক সপ্তাহ, অনেক খেলা, অনেক ইনজুরি, ভালো ও খারাপ সময়, ভিন্ন ভিন্ন পরিস্থিতির মোকাবিলা করতে হয়।’

তিনি আরও যোগ করেন, ‘সাম্প্রতিক সময়ে সাফল্য পেয়েছি। তবে প্রিমিয়ার লিগের জন্য প্রতিটি লড়াইয়ের জন্য ভিন্ন দিনে ভিন্নভাবে প্রস্তুত হতে হয়।’

তবে চ্যাম্পিয়ন্স লিগকে খাটো করে দেখার ইচ্ছা নেই গার্দিওলার, ‘আমি বলছি না যে চ্যাম্পিয়ন্স লিগ গুরুত্বপূর্ণ নয়। ফাইনালে উঠলে আমরাও খুশি হতাম। তবে ছয়-সাত ম্যাচের চেয়ে ৩৮ ম্যাচের লিগ জেতাই পুরোপুরি আলাদা। এটি সবসময়ই আনন্দের।’

(ওএস/এসপি/মে ২১, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test