E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২০২৩ বিশ্বকাপ পর্যন্ত প্রধান নির্বাচক নান্নু, বাড়ছে আরও দুজন

২০২২ জুন ০২ ১৮:৪৮:৪৭
২০২৩ বিশ্বকাপ পর্যন্ত প্রধান নির্বাচক নান্নু, বাড়ছে আরও দুজন

স্পোর্টস ডেস্ক : গতবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভয়াবহ ভরাডুবি ঘটেছিল বাংলাদেশ ক্রিকেট দলের। সহযোগী সদস্য দেশ স্কটল্যান্ডের কাছে হার দিয়ে শুরুর পর সুপার লিগে কোনো ম্যাচই জিততে পারেনি টাইগাররা। সেই ব্যর্থতার পর গুঞ্জন শুরু হয়েছিল জাতীয় দলের নির্বাচক প্যানেলকে নিয়ে।

বলাবলি হচ্ছিল, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে দায়িত্ব থেকে সরিয়ে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এখন পর্যন্ত তা সত্য বলে প্রমাণিত হয়নি। উল্টো ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে বর্তমান নির্বাচক প্যানেলের মেয়াদ।

অর্থাৎ আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত মিনহাজুল আবেদিন নান্নুর অধীনে হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাকই থাকবেন জাতীয় দলের নির্বাচক হিসেবে। এমনটাই সুপারিশ করেছে বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটি। তাদের সঙ্গে নির্বাচক প্যানেলে আরও দুজনকে যোগ করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিশ্বকাপের পর নতুন কাউকে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি।

বিসিবি সভাপতি বলেছেন, ‘আমাদের সভার একটি আলোচ্য বিষয় ছিল জাতীয় দলের নির্বাচক প্যানেল। তো এখন আমাদের প্যানেলে তিনজন আছেন। আমরা ক্রিকেট অপ্সকে বলেছিলাম নতুন কারও নাম সুপারিশ করতে। তারা সেটি করতে পারেনি, নতুন কাউকে এ দায়িত্বের জন্য খুঁজে পায়নি।’

তিনি আরও যোগ করেন, ‘তবে অপারেশন্স থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, বর্তমান প্যানেলের মেয়াদ আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হোক। এর মধ্যে আমরা কিছু একটা ব্যবস্থা করবো। তো এর সঙ্গে শুধু যুক্ত হয়েছে, আরও দুজন নির্বাচক বাড়ানো হবে।’

নির্বাচক প্যানেলের সদস্য বাড়ানোর কারণ ব্যাখ্যা করে পাপন বলেছেন, ‘এখন যেটা হয়েছে, আমাদের অনেক খেলা। বয়সভিত্তিক ক্রিকেটেও যে খেলাগুলো হয় সবগুলো তাদের (বর্তমান প্যানেল) পক্ষে দেখা সম্ভব নয়। কারণ আমাদের জাতীয় দলের খেলাই এতো। সেজন্য আরও দুজনকে আমরা অন্তর্ভুক্ত করবো।’

(ওএস/এসপি/জুন ০২, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test