E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এবার বিশ্বকবি রবীন্দ্রনাথের নামে রাগবি টুর্নামেন্ট

২০২২ জুন ১০ ১১:৩৪:১৯
এবার বিশ্বকবি রবীন্দ্রনাথের নামে রাগবি টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) বিশ্বের বিভিন্ন বিখ্যাত মানুষের নামে টুর্নামেন্ট আয়োজন করে আলোচিত হয়েছে আগেই। এই ফেডারেশন ব্যতিক্রমী এই আয়োজন শুরু করেছিল আর্জেন্টিনার মার্কসবাদী, বিপ্লবী, চিকিৎসক, লেখক ও গেরিলা নেতা চে গুয়েবেরার নামে টুর্নামেন্ট আয়োজন করে।

এরপর ভারতবর্ষের বৃটিশ বিরোধী নেতা সূর্য্যসেন ও মুক্তিযোদ্ধা প্রীতিলতার পর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামেও টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন)। এবার ফেডারেশনটি আয়োজন করতে যাচ্ছে বিশ্ব কবি রবীন্দ্রনাথের নামে ফেডারেশন কাপ রাগবি টুর্নামেন্ট।

শনিবার পল্টন ময়দানে হবে দিনব্যাপি এই রবীন্দ্রনাথ ফেডারেশন কাপ নারী রাগবি। অংশ নেবে চারটি দল। দল কম হওয়ার কারণ হিসেবে বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী বলেছেন,‘স্কুল কলেজে পরীক্ষা চলার কারণে আমরা দল কম পেয়েছি।’

ব্যতিক্রমী নামে টুর্নামেন্ট আয়োজন বিষয়ে সাধারণ সম্পাদক বলেছেন,‘আমরা চাই ছেলে-মেয়েরা এই সব গুনী মানুষের নাম জানুক। তাদের সম্পর্কে কিছু জানতে পারুক। সেই পরিকল্পনা থেকেই আমরা এভাবে বিভিন্ন গুণী যারা দেশের জন্য অনেক করে গেছেন তাদের নামে টুর্নামেন্ট করে থাকি।’

(ওএস/এএস/জুন ১০, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test