E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ম্যাচ হবে ১৬ ওভারের

২০২২ জুলাই ০৩ ০১:২২:৫২
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ম্যাচ হবে ১৬ ওভারের

স্পোর্টস ডেস্ক : টেস্ট সিরিজের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর সুযোগ এবার বাংলাদেশের সামনে। ডমিনিকায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি টাইগাররা।

ভেজা আউটফিল্ডের কারণে সময়মতো ম্যাচটি শুরু করা যায়নি। সোয়া দুই ঘণ্টা বিলম্বে মাঠে গড়াচ্ছে খেলা।

ওভারও কমে গেছে। কার্টেল ওভারের ম্যাচ হবে এখন। ২০ ওভারের পরিবর্তে প্রতি দল পাবে ১৬ ওভার করে। প্রথম ৫ ওভার থাকবে পাওয়ার প্লে।

উইন্ডসর পার্কে টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ বাংলাদেশ প্রথম ব্যাট করবে।

পাঁচ বছর পর এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। সেই দীর্ঘ অপেক্ষা আরও দীর্ঘ হয় বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায়। খেলা শুরুর কথা ছিল বাংলাদেশ সময় সাড়ে এগারটায়। সেটি পিছিয়ে শুরু হচ্ছে রাত ১টা ১০ মিনিটে।

মুখোমুখি লড়াইয়ে সর্বশেষ পাঁচ টি-টোয়েন্টিতে সেয়ানে সেয়ান লড়াই হয়েছে। বাংলাদেশ জিতেছে ২টি, ওয়েস্ট ইন্ডিজের জয় বাকি ৩ ম্যাচে। শেষ দুই ম্যাচে অবশ্য ক্যারিবীয়দের হারাতে পারেনি টাইগাররা।

আজ কি জয় দিয়ে ভাগ্যবদল হবে? তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, প্রথমটি জিততে পারলে নিশ্চিতভাবেই সিরিজজয়ের পথেও এক ধাপ এগিয়ে থাকবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

(ওএস/এএস/জুলাই ০৩, ২০২২)

পাঠকের মতামত:

০৭ আগস্ট ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test