E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বর্ণবাদের অভিযোগে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সবার পদত্যাগ!

২০২২ জুলাই ২৫ ১২:৫৭:৪৬
বর্ণবাদের অভিযোগে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সবার পদত্যাগ!

স্পোর্টস ডেস্ক : বর্ণবাদের অভিযোগের ঘটনায় স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টসহ সব সদস্য একযোগে পদত্যাগ করেছেন। গত বছর বোর্ডের বিরুদ্ধে সাবেক জাতীয় ক্রিকেটার মজিদ হক প্রাতিষ্ঠানিক বর্ণবাদের অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের তদন্ত প্রতিবেদন আজ প্রকাশিত হওয়ার কথা।

সেই প্রতিবেদন প্রকাশের আগেই বোর্ডের সবাই একসঙ্গে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ পদত্যাগের ঘোষণা দেন তারা।

২০১৫ সালের বিশ্বকাপ থেকে হুট করেই দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল মজিদ হককে। এরপর আর জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হয়নি তার। ফলে ৫৪ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টিতে থেমে যায় তার ক্যারিয়ার। গতবছর মজিদ অভিযোগ তোলেন, বোর্ডের বর্ণবৈষম্যের শিকার হয়েছেন তিনি।

মজিদের অভিযোগে সায় দেন তার সাবেক সতীর্থ কাশিম শেখ। দুজনই জানান, পুরো ক্যারিয়ারজুড়েই বর্ণবৈষম্যের শিকার হয়েছেন তারা। এ অভিযোগের ভিত্তিতে স্পোর্টস্কটল্যান্ড তদন্ত কমিশন গঠন করে। স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তারা বর্ণবৈষম্যের প্রমাণ পেয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

শুধু তাই নয়, বোর্ডের সবার পদত্যাগ করে দেওয়া বিবৃতিতেও বর্ণবাদের অভিযোগের সত্যতার পরোক্ষ প্রমাণ রয়েছে। বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী গর্ডন আর্থুরকে দেওয়া পদত্যাগপত্রে তারা লিখেছেন, ‘এই প্রতিবেদন থেকে যা আসবে, সেসব কার্যকরী করতে বোর্ড বদ্ধপরিকর ছিল।’

সেখানে আরও বলা হয়, ‘যারাই ক্রিকেট স্কটল্যান্ডে বর্ণবাদ অথবা যেকোনো ধরনের বৈষম্যের শিকার হয়েছেন, তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি এবং এর আগেই প্রকাশ্যে ক্ষমা চেয়েছি। আমাদের বিশ্বাস, সামনের দিনগুলোতে প্রয়োজনীয় উন্নতির জন্যই আমাদের সরে দাঁড়ানো উচিত।’

(ওএস/এএস/জুলাই ২৫, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test