E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আমরা বাংলাদেশি, চাইলেই রাসেল-পোলার্ড হতে পারবো না’

২০২২ জুলাই ২৬ ১৭:৫২:১৯
‘আমরা বাংলাদেশি, চাইলেই রাসেল-পোলার্ড হতে পারবো না’

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে এখন হরহামেশাই দেখা যায় ১৮০ ছাড়ানো দলীয় সংগ্রহ। এমনকি ১৮০ রানের বেশি করেও জয়ের নিশ্চয়তা থাকে না অনেকসময়। কিন্তু সে তুলনায় অনেক পিছিয়ে বাংলাদেশ দল। এখনও গড়পড়তা দেড়শ রানের আশপাশেই থাকে টাইগাররা।

এর বড় কারণ দলে পাওয়ার হিটারের অভাব। প্রায় সব দলেই এক-দুজন করে এমন ব্যাটার রয়েছে যারা আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাধ্যমে কয়েক ওভারের মধ্যে পুরো দৃশ্যপট বদলে দিতে পারেন। কিন্তু বাংলাদেশ দলে নেই এমন কোনো ব্যাটার। যে কারণে দলীয় সংগ্রহও তেমন বড় হয় না।

এ বিষয়ে অসহায়ের আর্তনাদই শোনালেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অন্যতম নিয়মিত মুখ ও ঘরোয়া ক্রিকেটে মারকুটে ব্যাটিংয়ের জন্য পরিচিত অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। তার মতে, বাংলাদেশিদের পক্ষে আন্দ্রে রাসেল বা কাইরন পোলার্ডদের মতো পাওয়ার হিটার হওয়া সম্ভব নয়।

রাতে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা হওয়ার মিরপুরে সংবাদমাধ্যমে মেহেদি বলেছেন, ‘বেসিক্যালি আমরা বাংলাদেশি। আমরা কেউই পাওয়ার হিটার না। আমরা চাইলেই আন্দ্রে রাসেল বা (কাইরন) পোলার্ড হতে পারবো না। আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু আছে, সেখান থেকে যত বেশি উন্নতি করা যায়।’

এ সমস্যা সমাধানে পাওয়ার হিটিং কোচের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, ‘পাওয়ার হিটিং কোচের দরকার। তবে আপনার যে স্কিল আছে, একে কোচ হয়তো ১০ শতাংশ এগিয়ে দেবে। কিন্তু ৩০ শতাংশকে ১০০ শতাংশকে পৌঁছে দিতে পারবে না। আমরা জন্মগতভাবেই এরকম। রাতারাতি পরিবর্তন করা মনে হয় না সম্ভব।’

মেহেদি আরও যোগ করেন, ‘আমরা প্রায় ১৫ বছরের মত আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ফেলেছি। হলে আরও আগেই হয়ে যেতো। যেহেতু হচ্ছে না, এটা নিয়ে আরও কাজ করতে হবে। পাওয়ার হিটিংয়ের কথা সবসময়ই আসে। কিন্তু এটা ঠিক না। আমাদের সামর্থ্যের বাইরে চাইলেও করতে পারবে না। এটা আপনাদের সবাইকে বিশ্বাস করতে হবে।’

(ওএস/এসপি/জুলাই ২৬, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test