E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১৪ বছর পর মিশরের বিপক্ষে খেলবে মেসির আর্জেন্টিনা!

২০২২ জুলাই ২৯ ১৭:২০:২৯
১৪ বছর পর মিশরের বিপক্ষে খেলবে মেসির আর্জেন্টিনা!

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে নামার আগে মিশরের বিপক্ষে মাঠে নামতে পারে লিওনেল মেসির আর্জেন্টিনা। ফুটবলীয় শ্রেষ্ঠত্বের আসরে নিজেদের প্রথম ম্যাচের দিন দশেক আগে আবুধাবিতে মোহামেদ সালাহর দলের বিপক্ষে হতে পারে ম্যাচটি। তবে এখনও এটি চূড়ান্ত হয়নি।

আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি ও ফুটবলের ফেডারেশনের প্রধান ক্লাউদিও তাপিয়ার বৈঠকের পর জানা গেছে এমন তথ্য। আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, আগামী ১০ ও ১৬ নভেম্বরের মধ্যে যেকোনো একদিন আবুধাবিতে মিশরের মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা।

সবশেষ ২০০৮ সালের মার্চে মিশরের বিপক্ষে খেলেছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেদিন সার্জিও আগুয়েরো ও নিকোলাস বুর্দিসোর গোলে সহজ জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে প্রায় ১৪ বছর পর আবার সম্ভাবনা দেখা দিয়েছে আর্জেন্টিনা ও মিশরের মুখোমুখি লড়াইয়ের।

তবে ম্যাচটি নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত ঘোষণা আসেনি কারণ বিশ্বকাপ শুরুর আগে বেশ কয়েকদিন নিজ দলকে নিয়ে নিবিড় অনুশীলন করতে চান স্কালোনি। কিন্তু এর মধ্যে মিশর বা যেকোনো দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামলে অনুশীলনে ব্যাঘাত ঘটার সম্ভাবনাই বেশি।

যে কারণে এখনও ম্যাচটি চূড়ান্ত করেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এর বাইরে অবশ্য আরব আমিরাতের সঙ্গেও খেলার সম্ভাবনা রয়েছে আলবিসেলেস্তেদের। তবে সবকিছুই এখন আলোচনার পর্যায়ে রয়েছে। শিগগির এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাতে পারে তারা।

(ওএস/এসপি/জুলাই ২৯, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test