E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কারাতে দলের ইংল্যান্ড সফর

১১ খেলোয়াড়ের সঙ্গে কোচ-কর্মকর্তা ১৩ জন!

২০২২ জুলাই ৩০ ১৮:০০:৫৪
১১ খেলোয়াড়ের সঙ্গে কোচ-কর্মকর্তা ১৩ জন!

স্পোর্টস ডেস্ক : কমনওয়েলথ গেমসে অংশ নিতে ৫০ জনের বাংলাদেশ দল এখন ইংল্যান্ডের বার্মিংহামে। ইসলামী সলিডারিটি গেমসে অংশ নিতে তুরস্ক যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ৮৪ জনের দল। ৯ আগস্ট এই গেমস শুরু হবে তুরস্কের কনিয়া শহরে।

এর মধ্যে বড় খবর হলো ২৪ সদস্যের বাংলাদেশ কারাতে দল ইংল্যান্ড যাচ্ছে দশম কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে অংশ নিতে। ৭ থেকে ১১ সেপ্টেম্বর ইংল্যান্ডের বার্মিংহামে হবে এই কারাতে চ্যাম্পিয়নশিপ।

এই চ্যাম্পিয়নশিপের বাংলাদেশের ১১ জন কারাতেকা অংশ নেবেন। মজার বিষয় হলো ১১ খেলোয়াড়ের সঙ্গে কোচ-কর্মকর্তা, অফিসিয়াল-রেফারি মিলিয়ে যাচ্ছেন আরও ১৩ জন। বিশাল এই বহরকে এরই মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুমতিও (জিও) দিয়েছে।

কারাতে দল

দলনেতা: মো. মোয়াজ্জেম হোসেন, ম্যানেজার : মো. ইকবাল হোসেন, সহকারী ম্যানেজার : মো. আবুল কালাম আজাদ, অফিসিয়াল : কবির আকবর চৌধুরী তাজ, থেইন মং রাখাইন, মিডিয়া : মো. মহসিন, রেফারি : মোস্তাফিজুর রহমান, এস ইসালম শুভ, আওলাদ হোসেন, কোচ : আলেকজান্ডার বো, মো. সোলায়মান, মো. আফজাল ইসলাম, জো উ প্রু মারমা।

কারাতেকা: সিয়াম হোসেন দেশ, তামিম রহমান রাতুল, থেইন ক উ, তায়েম হাওলাদার, জান্নাতুল ফেরদাউস সুমি, মারজান আক্তার প্রিয়া, নু মে মারমা, সাইমা জামান, মো. হাসান খান, মো. হাফিজুর রহমান, মো. জর্জিস আনোয়ার।

(ওএস/এসপি/জুলাই ৩০, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test