E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবশেষে ভারতীয় দলে শাহবাজ

২০২২ আগস্ট ১৬ ১৭:৪১:২৯
অবশেষে ভারতীয় দলে শাহবাজ

স্পোর্টস ডেস্ক : স্বপ্নপূরণ হলো অবশেষে। ভারতের জাতীয় দলে ডাক পেলেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ। ওয়াশিংটন সুন্দর চোটে ছিটকে যাওয়ায় কপাল খুলেছে তার। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ডাকা হয়েছে শাহবাজকে।

ইংল্যান্ডে কাউন্টি ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন ওয়াশিংটন। সেই চোটের জন্য জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেছেন তরুণ অলরাউন্ডার। তার বদলে শাহবাজের সুযোগ মিলেছে।

২৭ বছর বয়সী শাহজাদ এবারের আইপিএল এবং রঞ্জি ট্রফিতে ব্যাট-বল হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন। বিশেষ করে রঞ্জিতে একাধিক ম্যাচে বাংলাকে কার্যত একা হাতে জিতিয়েছিলেন তিনি।

ভারত ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ১৮ আগস্ট থেকে হারারেতে।

জিম্বাবুয়ে সফরের জন্য ভারতীয় দল

লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহঅধিনায়ক), রুতুরাজ গাঁইকদ, শুভমান গিল, দীপক হুদা, রাহুল ত্রিপাথি, ইশান কিষান (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, প্রসিধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার এবং শাহবাজ আহমেদ।

(ওএস/এসপি/আগস্ট ১৬, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test