E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাফ চ্যাম্পিয়নদের বরণ করতে বিমানবন্দরে বিকেএসপির শিক্ষার্থীরা

২০২২ সেপ্টেম্বর ২১ ১৩:৩৪:০৯
সাফ চ্যাম্পিয়নদের বরণ করতে বিমানবন্দরে বিকেএসপির শিক্ষার্থীরা

স্পোর্টস ডেস্ক : আর কিছুক্ষণ পরই দেশের মাটিতে পা রাখবে সাফ চ্যাম্পিয়নশিপজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের বরণ করে নিতে বিমানবন্দর এলাকায় হাজির হয়েছেন দেশের আপামর ক্রীড়াপ্রেমীরা। যেখানে রয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের একঝাঁক শিক্ষার্থী।

সাফ চ্যাম্পিয়ন নারী দলকে অভিনন্দন জানানো ব্যানারে বিকেএসপির অন্তত ৩০-৩৫ জন শিক্ষার্থী দুপুর ১২টা থেকেই অপেক্ষায় রয়েছেন বিমানবন্দর এলাকায়। তাদের প্রায় সবার হাতেই রয়েছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। আনন্দ-উল্লাসে স্বর্ণকন্যাদের বরণের অপেক্ষা করছেন শিক্ষার্থীরা।

আনন্দে মাতোয়ারা বিকেএসপির এক শিক্ষার্থী বলছিলেন, ‘আমরা অনেক খুশি। আমাদের বড় আপুরা অনেক বড় সাফল্য এনে দিয়েছেন। এই চ্যাম্পিয়ন দলকে বরণ করতে আমরা সবাই মিলে এসেছি এখানে। অনেক ভালো লাগছে। তাদের বরণ করতে অপেক্ষার তর সইছে না।’

দেশের খেলাধুলায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অবদান অনেক। প্রায় সব খেলায় থাকে বিকেএসপি থেকে প্রশিক্ষণ নেওয়া খেলোয়াড়দের অংশগ্রহণ। ব্যতিক্রম নয় নারী ফুটবলেও। সাফ চ্যাম্পিয়নশিপ জেতা নারী দলেও রয়েছে বিকেএসপির পাঁচ শিক্ষার্থী।

তারা হলেন- দুই গোলরক্ষক ইতি রানি ও সাথী বিশ্বাস, ডিফেন্ডার আঁখি খাতুন এবং দুই ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না ও ঋতুপর্ণা চাকমা।

উল্লেখ্য, বিমানবন্দর থেকে বাইরে বের হওয়ার পর নারী দলের জন্য রাখা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দরের ভিআইপি গেটের বাইরে ও আশপাশের জায়গায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বুধবার সকাল থেকেই দায়িত্ব পালন করছেন তারা।

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বর্ণকন্যাদের বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকার যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ মন্ত্রণালয় ও বাফুফের কর্তারা। তবে সেখানে থাকবেন না বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন।

বিমানবন্দরে সংবর্ধনা পর্ব শেষ করে ছাদখোলা বাসে মতিঝিলস্থ বাফুফে ভবনের উদ্দেশে রওনা করবেন ফুটবলাররা। তাদের আগে পিছে থাকবে মিডিয়া, নিরাপত্তা বাহিনী আরও কতো উৎসুক মানুষ। বাসের ছাদে দাঁড়িয়ে তারা দেখতে পাবেন রাস্তার দুই পাশের হাজার হাজার মানুষ করতালি দিয়ে স্বাগত জানাচ্ছে চ্যাম্পিয়নদের।

গত ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ শিরোপা জিতেছে সাফ চ্যাম্পিয়নশিপের। বাংলাদেশ পাঁচটি ম্যাচ খেলে সবগুলো জিতেছে। ২৩ গোল করে হজম করেছে একটি। হার না মানা নারী ফুটবল দলের অন্যরকম দেশে ফেরার অপেক্ষায় সবাই।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২১, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test