E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অভিষেকেই হ্যাটট্রিক বাংলাদেশের ফারিহা তৃষ্ণার

২০২২ অক্টোবর ০৬ ১৬:৫০:৫৬
অভিষেকেই হ্যাটট্রিক বাংলাদেশের ফারিহা তৃষ্ণার

স্পোর্টস ডেস্ক : আজই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হলো। নিজের প্রথম ম্যাচটাই রাঙিয়ে দিলেন ফারিহা তৃষ্ণা। বাংলাদেশ নারী দলের ২০ বছর বয়সী এই বাঁহাতি পেসার মালয়েশিয়ার বিপক্ষে করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ছুড়ে দেওয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করছে মালয়েশিয়া। প্রথম ৫ ওভার দেখেশুনে কাটিয়ে দেন দুই ওপেনার এলসা হান্টার আর উইনিফ্রেড দুরাইসিঙ্গাম।

নিজের প্রথম দুই ওভারে ৬ রান দেওয়া ফারিহা ইনিংসের ষষ্ঠ আর নিজের তৃতীয় ওভারে এসেই ধ্বংসযজ্ঞ চালান। বাংলাদেশের বাঁহাতি এই পেসার টানা তিন বলে তুলে নেন তিন উইকেট। একটি উইকেটেও লাগেনি কারও সাহায্য।

ওভারে দ্বিতীয় বলে ফারিহা বোল্ড করেন উইনিফ্রেড দুরাইসিঙ্গামকে, পরের বলে এলবিডব্লিউ ম্যাস এলিসা। তার পরের বলে মাহিরা ইজ্জাতি ইসমাইলকে বোল্ড করে হ্যাটট্রিক পূরণ করেন ফারিহা।

(ওএস/এসপি/অক্টোবর ০৬, ২০২২)

পাঠকের মতামত:

০৫ ডিসেম্বর ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test