E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বাংলা ওয়াশ’ টি-২০ ত্রিদেশীয় সিরিজের লোগো উন্মোচন

২০২২ অক্টোবর ০৬ ২৩:৫৯:৪১
‘বাংলা ওয়াশ’ টি-২০ ত্রিদেশীয় সিরিজের লোগো উন্মোচন

স্পোর্টস ডেস্ক : শুক্রবার নিউজিল্যান্ডে স্বাগতিকদের সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় টুর্নামেন্ট। যে টুর্নামেন্টের টাইটেল স্পন্সর বাংলাদেশি প্রতিষ্ঠান ‘বাংলা ওয়াশ’ এবং টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে বাংলা ওয়াশ টি-২০ আন্তর্জাতিক ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ।

এ উপলক্ষ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিরিজের টাইটেল স্পন্সর ডিটারজেন্ট ব্র্যান্ড ‘বাংলা ওয়াশ’ এর মাদার কোম্পানি এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেড। এবারই প্রথম কোনো আন্তর্জাতিক সিরিজে যুক্ত হতে যাচ্ছে বাংলা হরফে লেখা সিরিজ টাইটেল লোগো।

সংবাদ সম্মেলন ও লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন, কিংবদন্তি ক্রিকেটার রকিবুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্ট্যাডিজ ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ডিরেক্টর অধ্যাপক মোহাম্মদ এ মোমেন, কণ্ঠশিল্পী পান্থ কানাই, সংগীত পরিচালক রিপন খান ও অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিবৃন্দ।

ভিন্ন আঙ্গিকে আয়োজিত এই সংবাদ সম্মেলন ও লোগো উন্মোচন অনুষ্ঠান শুরু হয় সমবেতভাবে জাতীয় সংগীত গেয়ে এবং পুরো আয়োজন ছিল ‘বাংলা’কে উপজীব্য করে। প্রথমেই মঞ্চে দেখা যায় ‘সবার উপরে বাংলা’ বড় করে লেখা কাটআউট।

এএনএইচ গ্রুপের বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক মাহবুবুল কবীর মুরাদ বলেন, ‘আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের এবং গৌরবের বিষয় হলো এই প্রথম কোনো আন্তর্জাতিক সিরিজের-এর টাইটেলে ‘বাংলা ওয়াশ’ শব্দ দুটি বাংলা হরফেই লেখা থাকছে। এটি আমাদের এক অনন্য অর্জন। বাংলাদেশ ক্রিকেট দল জিতলে তো আমরা জিতলামই, পাকিস্তান বা নিউজিল্যান্ড জিতলেও বিজয়ীদের ‘বাংলা’ শব্দটি ট্রফির সাথেই বাংলা ভাষাতেই নিজ দেশে নিয়ে যেতে হবে।’

এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেড- এর ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাদ্দেছ হানিফ বলেন, ‘আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ক্রিকেটের মতো জনপ্রিয় পরিসরে ‘বাংলা’ ভাষাকে তুলে ধরতে পেরে আমরা ভিষণ আনন্দিত ও গর্বিত। এএনএইচ গ্রæপ- ‘দেশের টাকা, দেশেই থাকুক’ স্লোগান নিয়ে সফলতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এএনএইচ গ্রুপের ওয়াশিং পাউডার ‘বাংলা ওয়াশ’ বলছে ‘বদলাই ভিতর থেকে’, যেখানে আমরা আমাদের কর্পোরেট দায়বদ্ধতার জায়গা থেকে আহ্বান জানানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমরা আমাদের এমন প্রচেষ্টা অব্যাহত রাখব।

অনুষ্ঠানে রিপন খানের সুরে ও পান্থ কানাইয়ের কণ্ঠে ‘বাংলা ওয়াশ’ গানের সঙ্গে পারফর্ম করার মাধ্যমে উন্মোচিত করা হয় ‘বাংলা ওয়াশ টি-২০ আন্তর্জাতিক ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে’র অফিসিয়াল লোগো।

(ওএস/এএস/অক্টোবর ০৬, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test