E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিখোঁজ ঘানার ফুটবলারকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধারের দাবি

২০২৩ ফেব্রুয়ারি ০৭ ১৫:৪৬:০৪
নিখোঁজ ঘানার ফুটবলারকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধারের দাবি

স্পোর্টস ডেস্ক : তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর থেকে নিখোঁজ হন ঘানা জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ক্রিশ্চিয়ান আতসু। ৩১ বছর বয়সী এ ফরোয়ার্ড তুর্কিশ সুপার লিগে খেলতে দেশটিতে অবস্থান করছিলেন।

আতসুকে নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় ছিলেন তার ভক্ত-সমর্থকরা। সাবেক ক্লাব নিউক্যাসেল ইউনাইটেড তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছিল, ‘ইতিবাচক খবরের জন্য আমরা প্রার্থনা করছি। ক্রিশ্চিয়ান আতসু আমাদের মাঝে আবার ফিরে আসুক সেই কামনা করি।’ সাবেক ক্লাব চেলসি লিখে, ‘আমরা তোমার জন্য প্রার্থনা করছি, ক্রিশ্চিয়ান আতসু।’

অবশেষে স্বস্তির খবর এলো। ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে আতসুকে, তুরস্ক কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’। তবে তারকা এই ফরোয়ার্ডের শারীরিক অবস্থা কেমন, সেই সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

ক্রিশ্চিয়ান আতসু গত বছরের সেপ্টেম্বরে তুরস্কের ক্লাব হ্যাতাস্পোরে যোগ দেন। এর আগে তিনি নিউক্যাসেল ইউনাইটেড, এভারটন ও পোর্তোর মতো ক্লাবের হয়ে মাঠে দারুণ পারফর্ম করেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ রোববার রাতেও ক্যাসিমপাসার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন আদসু। এদিন ম্যাচের শুরুতে তাকে সাইড বেঞ্চে দেখা গেলেও বদলি হিসেবে পরে মাঠে নামেন তিনি। ম্যাচের অতিরিক্ত সময়ে (৯৭ মিনিটে) গোল করে দলকে ১-০ ব্যবধানে জয় উপহার দেন ঘানার তারকা এ খেলোয়াড়।

সোমবার ভোরে তুরস্ক-সিরিয়া সীমান্ত অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এখন পর্যন্ত এই দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩০০ জনে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test