E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

এক হাজার গোলে অবদান মেসির, অবশেষে জয়ে ফিরলো পিএসজি

২০২৩ এপ্রিল ০৯ ১৫:৩৩:৫১
এক হাজার গোলে অবদান মেসির, অবশেষে জয়ে ফিরলো পিএসজি

স্পোর্টস ডেস্ক : টানা দুই ম্যাচ হারের কারণে তুমুল সমালোচনা সইতে হয়েছে মেসি, এমবাপেসহ পিএসজি ফুটবলারদের। এবার সেই সমালোচনা ফিরিয়ে দেয়ার পালা। শনিবার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিসের মুখোমুখি হয়ে মেসি এবং রামোসের গোলে অবশেষে জয়ে ফিরে এলো প্যারিসের জায়ান্টরা।

আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে পিএসজি ২-০ গোলে হেরে গিয়েছিলো স্টেডে রেনেঁ’র কাছে। এরপর আন্তর্জাতিক ফুটবলের বিরতি কাটিয়ে ফেরার পর লিওঁ’র কাছে ১-০ গোলে হারতে হয়েছিলো মেসি-এমবাপেদের।

লিওঁ’র কাছে হারের পর তুমুল সমালোচনা শুনতে হয়েছিলো মেসিকে। রীতিমত দুয়ো ধ্বনি শুনতে হয়েছিলো তাকে। শুধু তাই নয়, ওই সময় জোর গুঞ্জন তৈরি হয়েছিলো, পিএসজিই ছেড়ে যাবেন মেসি।

এবার সেই মেসিই গোল করলেন। সঙ্গে গোল করালেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা সার্জিও রামোসকে দিয়েও। শুধু তাই নয়, একইসঙ্গে ক্লাব ফুটবলে এ নিয়ে একহাজারতম গোলে অবদান রাখার বিরল রেকর্ড গড়লেন আর্জেন্টাইন তারকা।

ম্যাচের ২৬তম মিনিটে নুনো মেন্ডেজের ক্রস থেকে বল পেয়ে পিএসজির জালে বল জড়িয়ে দেন মেসি। এটা ছিল ক্লাব ফুটবলে মেসির ৯৯৯তম গোলের অবদান। এরপর ম্যাচের ৭৬তম মিনিটে মেসির নেয়া কর্নার কিক থেকে ভেসে আসা বলে দারুণ এক হেডে নিসের জালে বল জড়িয়ে দেন রামোস। সে সঙ্গে হাজারতম গোলে অবদান রাখার বিরল রেকর্ডটি গড়েন তিনি।

বার্সেলোনা এবং পিএসজির হয়ে মোট ৭০২টি গোল করলেন ৩৫ বছর বয়সী মেসি। সঙ্গে গোলে অ্যাসিস্ট করেছেন ২৯৮টি। পিএসজির হয়ে এই মৌসুমে মেসির গোলসংখ্যা মোট ১৪টি এবং অ্যাসিন্ট করেছেন ১৩ গোলে।

পিএসজির কাছে হারের আগে নিসে টানা ১৪টি ম্যাচ ছিল অপরাজিত। অবশেষে নিজেদের মাঠেই পিএসজির কাছে হারতে হলো তাদের। ২৬ মিনিটে গোল হজম করলেও প্রথমার্ধেই সমতায় ফিরে আসার সম্ভাবনা ছিল নিসের। কিন্তু পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা নিসে স্ট্রাইকার নিকোলাস পেপে এবং তেরেম মোফির দুটি দুর্দান্ত প্রচেষ্টা ফিরিয়ে দেন।

(ওএস/এসপি/এপ্রিল ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test