E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারত যাওয়া হচ্ছে না যুব হকি দলের, ক্যাম্প বন্ধের শঙ্কা

২০২৩ এপ্রিল ১০ ০০:৩০:১৫
ভারত যাওয়া হচ্ছে না যুব হকি দলের, ক্যাম্প বন্ধের শঙ্কা

স্পোর্টস ডেস্ক : ফুটবলের পর এবার আলোচনায় হকি। টাকার অভাবে কন্ডিশনিং ক্যাম্প করতে ভারত যাওয়া হচ্ছে না যুব হকি দলের (অনূর্ধ্ব-২১)। এমনকি বন্ধ হয়েও যেতে পারে এএইচএফ কাপের চূড়ান্ত পর্বের জন্য চলমান ক্যাম্প।

আগামী ২৩ মে ওমানে শুরু হতে যাওয়া এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে চলছিল বাংলাদেশ যুব হকি দলের ক্যাম্প। খেলোয়াড়দের ২৮ দিনের কন্ডিশনিং ক্যাম্পের জন্য ভারতের হরিয়ানা ও জলন্ধরে পাঠানোর উদ্যোগও নিয়েছিল ফেডারেশন।

কিন্তু অর্থাভাবে যুব দলের ভারত যাওয়া হচ্ছে না। এমনকি চলমান ক্যাম্পও বন্ধ হয়ে যেতে পারে বলে রবিবার (৯ এপ্রিল) জানিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ।

হঠাৎ কেন যুব হকি দলের ভারত যাওয়া বাতিল এবং ক্যাম্প বন্ধ হওয়ার শঙ্কা? এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ বলেন, ‘নিজের টাকায় আমি দলের ক্যাম্প চালাচ্ছি এবং ভারতে পাঠানোর উদ্যোগ নিয়েছিলাম। ভারত যাওয়ার জন্য দলের জিওতে আমার পরিবারের কয়েকজনের নাম আছে। এ নিয়ে সমালোচনা হওয়ায় আমি কষ্ট পেয়েছি। আমার পরিবার ছোট হয়েছে। যে কারণে, দলকে ভারত পাঠাতে চাচ্ছি না। ১২ এপ্রিল দলের ভারত যাওয়ার কথা ছিল। এমনকি দলের ক্যাম্পও বন্ধ হয়ে যেতে পারে। কারণ, আমি পৃষ্ঠপোষকতা করছিলাম, এখন আর করবো না।’

ভারত না পাঠালে বিকল্প হিসেবে যুব দলের জন্য অনুশীলনের কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘সে রকম কোনো পরিকল্পনা নেই। আমি তো বললামই- ক্যাম্পও বন্ধ হয়ে যেতে পারে।’

কিন্তু ওমানে দল পাঠাতে হলেও তো অনেক টাকার প্রয়োজন হবে। তখন কী করবেন? জবাবে মমিনুল হক সাঈদ বলেন, ‘ফেডারেশন মাধ্যমে যদি স্পন্সর পাওয়া যায় তাহলে দল যাবে, না পেলে যাবে না। আমি পৃষ্ঠপোষকতা করছি না।’

ভারতের হরিয়ানা ও জলান্ধরে ২৮ দিনের কন্ডিশনিং ক্যাম্প চলাকালীন বাংলাদেশ যুব হকি দলের জন্য বিভিন্ন রাজ্যদলের বিপক্ষে ১৫ থেকে ২০টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। ফেডারেশনের এই সিদ্ধান্তে যুব দলের খেলোয়াড়রা প্রস্তুতির দারুণ একটা সুযোগ হারাচ্ছেন। এএইচএফ কাপের আগে ভারতের এ সফর নিয়ে খেলোয়াড়রা খুব আশাবাদী ছিলেন। দল পাঠানো হবে না এবং ক্যাম্পও বন্ধ হয়ে যেতে পারে- এমন খবরে রাজ্যের হতাশা নেমে এসেছে খেলোয়াড়দের মধ্যে।

(ওএস/এএস/এপ্রিল ১০, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test