E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতীয় আম্পায়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির

২০২৩ মে ২২ ১৮:৪১:৫৮
ভারতীয় আম্পায়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে দুর্নীতির দিক দিয়ে ভারত সবসময় সবার ওপরেই থাকে। কখনও জুয়াড়ী, কখনও ক্রিকেটার বা আম্পায়ারের বিরুদ্ধে নানা অভিযোগ থাকেই।

এবারও তার ব্যতিক্রম হয়নি। দেশটির আম্পায়ার যতিন কাশ্যপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আইসিসি।

আজ এক বিবৃতিতে আইসিসি বিষয়টি জানায়। যতিনের দুর্নীতিতে জড়িত হওয়ার ম্যাচগুলো ২০২২ সালের দিকে সম্পন্ন হয়। অভিযোগের জবাব দিতে ১৯মে থেকে পরবর্তী ১৪ দিন সময় হাতে রয়েছে ভারতীয় আম্পায়ারের।

২০২২ সালে ওমানে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। ক্রিকেট বিশ্লেষক ওয়েবসাইট জানায়, সেই ম্যাচগুলো চলাকালীন এই দুর্নীতি সংঘটিত হয়। যদিও ভারতীয় এই আম্পায়ার আইসিসির ম্যাচ অফিসিয়ালসের প্যানেলে ছিলেন না। এমনটি ওই ম্যাচগুলোর কোনো দায়িত্বেই ছিলেন না।

তবে আইসিসির দাবি যতিন দুর্নীতি বিরোধী আইনের ২.৪.৬ ও ২.৪.৭ ধারা ভেঙেছেন। প্রথম অভিযোগটি হলো দুর্নীতি বিরোধী ইউনিট (এসিইউ) কোনো তথ্য চাইলে সেটি দিতে অস্বীকৃতি জানানো বা ব্যর্থ হওয়া। অপরটি হলো তথ্য গোপন, বিকৃত অথবা নষ্ট করে তদন্তে বিলম্ব করা বা বাধা দেওয়া।

(ওএস/এসপি/মে ২২, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test