E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

স্পেনে পরিবর্তন আসবে, আশাবাদী নন গার্দিওলা

২০২৩ মে ২৭ ১৭:০০:৩১
স্পেনে পরিবর্তন আসবে, আশাবাদী নন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণের কারণে যে তোলপাড় পুরো ফুটবল বিশ্বে হচ্ছে, এতে করে স্পেনে খুব বেশি পরিবর্তন যে আসবে সে ব্যাপারে আশাবাদী নন সাবেক বার্সেলোনা এবং বর্তমানে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।

তিনি মনে করেন, ভিনিসিয়ুসের প্রতি বর্ণবাদী আচরণের কারণে সব জায়গায় তোলপাড় সৃষ্টি হলেও স্পেন বর্ণবাদের বিপক্ষে লড়াইয়ে বড় কোনো পদক্ষেপ নিতে সক্ষম হবে না।

২১ মে, রবিবার ভ্যালেন্সিয়ার মাঠে খেলতে গিয়ে চরমভাবে বর্ণবাদী আচরণের শিকার হন ভিনিসিয়ুস জুনিয়র। যে কারণে, এরই মধ্যে প্রায় সাতজনকে গ্রেফতার করেছে স্পেন পুলিশ। ভ্যালেন্সিয়া ক্লাবকে আর্থিক জরিমানার পাশাপাশি মেস্তালা স্টেডিয়ামের একটি স্ট্যান্ড ৫ ম্যাচের জন্য বন্ধ রাখার শাস্তি দেয়া হয়েছে।

ভিনিসিয়ুসের প্রতি এই আচরণ স্পেনে দীর্ঘদিন ধরে চলে আসা বর্ণবাদ ইস্যুটাকে খুব নগ্নভাবে সামনে টেনে এনেছে। কিন্তু লা লিগায় দীর্ঘদিন খেলোয়াড় এবং কোচ হিসেবে দায়িত্ব পালন করা পেপ গার্দিওলা মনে করেন, স্পেনে এ বিষয়টা এত সহজে সমাধান হবে না।

তিনি বলেন, ‘অবশ্যই বর্ণবাদ সব জায়গার জন্য একটি বড় সমস্যা। নির্দিষ্ট কোনো একটি জায়গার জন্য নয়। সব জায়গায় আমরা চিন্তা করি যে প্রতিবেশিদের চেয়ে হয়তো ভালো আছি। কিন্তু বর্ণবাদ রয়েছে সব জায়গাতেই। এটা কোনো লিঙ্গ বৈষম্য নয়। এটা হচ্ছে মানুষের আকৃতি এবং গায়ের রঙ নিয়ে মানসিক বৈষম্য। আমরা বিশ্বাস করি, আমার ভাষাই অন্যের ভাষার চেয়ে সেরা। আমার দেশ অন্য যে কোনো দেশের চেয়ে সেরা- এ মানসিকতাও অনেক বড় বৈষম্য টেনে আনে।’

তিনি আরও বলেন, ‘অথচ, আমাদের উচিৎ ছিল মানুষের এই বৈচিত্র্যকে গ্রহণ করে নেয়া। মানুষ হিসেবে এটা একটা শক্তি। কিন্তু এখনও পর্যন্ত আমরা এই ধারণা থেকে অনেক দুরে। আশা করি স্পেন এ ক্ষেত্রে একধাপ এগিয়ে থাকবে। কিন্তু আমি মোটেও এ ব্যাপারে আশাবাদী নই। আমি দেশটা সম্পর্কে অল্প যে কিছু জানি, তাতে মোটেও আশাবাদী হতে পারছি না।’

স্পেন দেশটিতে প্রচুর কালো মানুষের বসবাস এবং তারা নিজেদের অধিকারের জন্য লড়াই করছে। এ বিষয়টা উল্লেখ করে গার্দিওলা বলেন, ‘এখানে প্রচুর কালো রঙয়ের নামুণ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এগিয়ে এসেছে। আশা করি, ন্যায় এবং বিচার বিভাগ এ বিষয়টা ঠিক করে দেবে। কিন্তু একই সময়ে বলতে চাই, স্পেনে কী এ বিষয়টাতে কোনো পরিবর্তন আনবে?’

(ওএস/এসপি/মে ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test