E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেসির জায়গা দখল করলেন রোনালদো

২০১৪ এপ্রিল ৩০ ১৮:৩৩:৩৩
মেসির জায়গা দখল করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক, ঢাকা : রোনালদো পারফরম্যান্সে উজ্জ্বল হলেও রিয়াল মাদ্রিদকে এতদিন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছে দিতে পারেননি। প্লে-অফে হ্যাটট্রিক করে পর্তুগালকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার পর ফিফা-ব্যালন ডি’অরে ভোটের সময়সীমা বাড়ানোয় ‘ষড়যন্ত্রের’ গন্ধও পাচ্ছিলেন অনেকে। পর্দার আড়ালে যা-ই হোক, জুরিখে ঝলমলে পর্দার সামনে বিশ্বের সেরা খেলোয়াড়ের মুকুট উঠেছিল রোনালদোর মাথায়ই। এসব বিতর্ক পিছনে ফেলে রোনালদো আবারও স্বমহিমায়। মেসির এক মৌসুমে সর্বোচ্চ ১৪ গোলের রেকর্ড পেছনে ফেলে তিনি করলেন ১৬ গোল। বায়ার্নের বিপক্ষে জোড়া গোলেই হয়েছে রেকর্ডটা।

রিয়াল মাদ্রিদের এই তারকা চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়লেন। ২০১১-১২ মৌসুমে মেসি ১১ ম্যাচে ১৪ গোল করেছিলেন। আর রোনালদোর ১০ ম্যাচে ১৬ গোলের এই রেকর্ড আরও ভালো। ১০ ম্যাচেই মেসিকে ছাড়িয়ে গেলেন তিনি। গ্যালাতাসারেইর বিপক্ষে গ্রুপ পর্ব খেলা হয়নি তার।এতদিন ইউরোপের সবচেয়ে অভিজাত প্রতিযোগিতায় এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডের অংশিদার ছিলেন তিনজন। ১৯৬২-৬৩ মৌসুমে এসি মিলানের জোসে আলতাফিনি আর ২০০২-০৩ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের রুদ ফন নিস্টলরয়ের পর ২০১১-১২ মৌসুমে ১৪ গোল করেছিলেন বার্সেলোনার লিওনেল মেসি।

(ওএস/পি/এপ্রিল ৩০,২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test