E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যুব বিশ্বকাপের সূচি প্রকাশ, ভারতের গ্রুপে বাংলাদেশ

২০২৩ সেপ্টেম্বর ২২ ১৭:২৫:৪৮
যুব বিশ্বকাপের সূচি প্রকাশ, ভারতের গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার মাটিতে হতে যাওয়া ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। যুবাদের এ বিশ্বকাপের পর্দা উঠবে ১৩ জানুয়ারি, ফাইনাল ৪ ফেব্রুয়ারি।

এটি যুব বিশ্বকাপের ১৫তম আসর। টুর্নামেন্টে ১৬ দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গে রয়েছে বর্তমান যুব বিশ্বচ্যাম্পিয়ন ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

'বি' গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড। 'সি' গ্রুপের চার দল অস্ট্রেলিয়া, স্বাগতিক শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। 'ডি' গ্রুপে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং নেপাল।

খেলা হবে কলম্বোর পাঁচটি স্টেডিয়ামে। সেগুলো হলো-পি সারা ওভাল, কলম্বো ক্রিকেট ক্লাব, ননডেসক্রিপটস ক্রিকেট ক্লাব, সিংহলিজ স্পোর্টস ক্লাব এবং প্রেমাদাসা স্টেডিয়ামে। প্রেমাদাসাতেই দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে।

এবারের আসরের উদ্বোধনী দিন অর্থাৎ ১৩ জানুয়ারি মাঠে গড়াবে তিনটি ম্যাচ। প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক লঙ্কানদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে, কলম্বোতে ইংল্যান্ড খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে এবং পি সারা ওভালে নিউজিল্যান্ড লড়বে নেপালের বিপক্ষে। ১৪ জানুয়ারি প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২৩)

পাঠকের মতামত:

০২ ডিসেম্বর ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test