E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চতুর্থ দিন শেষে ২৬৬ রানের লিড নিয়েছে বাংলাদেশ

২০১৪ নভেম্বর ০৬ ১৮:১৩:১৬
চতুর্থ দিন শেষে ২৬৬ রানের লিড নিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশ খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৬৬ রানের লিড নিয়েছে। হাতে আছে ৫ উইকেট। জিম্বাবুয়েকে তাদের প্রথম ইনিংসে ৩৬৮ রানে অলআউট করায় প্রথম ইনিংসে ৬৫ রানের লিড পায় বাংলাদেশ। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে মুমিনুল ও মাহমুদউল্লাহর অর্ধশতকে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২০১ রান।

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তামিম ইকবাল ২৫ বলে ২০ রান করে পানিয়াঙ্গারার শিকার হন। দ্বিতীয় উইকেটে শামসুর রহমান ও মুমিনুল হক দেখে শুনে খেলতে থাকেন। কিন্তু চা বিরতির কিছু সময় আগে ওয়ালারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেণ শামসুর রহমান। ৭১ বল মোকাবেলা করে ২৩ রান করেন তিনি। ৫৪ রান করে ওয়ালারের বলে উইকেট কিপার চাকাবভার কাছে ক্যাচ তুলে দেন মুমিনুল হক। মুমিনুলের বিদায়ের পর সাকিব (৬) ও মুশফিক (০) দ্রুত ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৬৩ রানে অপরাজিত আছেন এ ব্যাটসম্যান। শুভাগত হোম অপরাজিত আছে ২৩ রানে।

জিম্বাবুয়ে বোলার ওয়ালার একাই নেন ৪ উইকেট। বাকি উইকেটটি নেন পানিয়াঙ্গারা।

এর আগে সাকিবের ১৩৭ ও তামিমের ১০৯ রানে ভর করে প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৩৩ রান সংগ্রহ করেছিল। জবাবে জিম্বাবুয়ে হ্যামিলটন মাসাকাদজার ১৫৮ ও রেগিস চাকাবার ১০১ রানে ভর করে ৩৬৮ রান তুলতে সক্ষম হয়।

সাকিব আল হাসান ৫টি, তাইজুল ইসলাম ৩টি ও রুবেল হোসেনে নেন ২টি উইকেট।

(ওএস/পি/অক্টোবর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test