E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতকে ২৭৫ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

২০১৪ নভেম্বর ০৬ ১৮:১৮:৪০
ভারতকে ২৭৫ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : স্বাগতিক ভারত দাপটের সাথে শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। তাই সিরিজে এগিয়ে থেকে আজ লংকানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে টিম ইন্ডিয়া।

প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচও জিতে সিরিজে ডাবল লিড নিতে চায় ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। আর শ্রীলংকার লক্ষ্য সিরিজে সমতা ফেরানো। আহমেদাবাদে বাংলাদেশ সময় বেলা দুইটায় শুরু হবে খেলাটি। সূচীতে হঠাৎ যোগ হওয়া ওয়ানডে সিরিজ খেলতে পুরোপুরি প্রস্তুত নয় তার দল, ভারতের মাটিতে পা রেখে এমনটাই জানিয়েছিলেন শ্রীলংকার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। কটকে প্রথম ম্যাচের চিত্রের সাথে ম্যাথুজের এমন কথার মিল পুরোপুরিভাবে মিলেও গেছে। ব্যাট-বল-ফিল্ডিং তিন বিভাগের কোনটিতেই পাশ মার্ক পাওয়ার যোগ্যতা ছিল না সফরকারীদের।

দ্বিতীয় ম্যাচে ভালো সংগ্রহ পেল শ্রীলঙ্কা। ৫০ ওভার খেলে ৮ উইকেটের বিনিময়ে ২৭৪ রান করলো সফরকারীরা।

অ্যাঞ্জেলো ম্যাথুস ও কুমার সাঙ্গাকারার ব্যাটের উপর ভারতের সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সফরকারী শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার আহমেদাবাদে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জয়ী শ্রীলংকা ৫০ ওভারে আট উইকেটে ২৭৪ রান তোলে। ম্যাথুস খেলেন ৯২ রানের অসাধারণ এক ইনিংস। ১০১ বলে ১০ চার ও এক ছক্কায় এ রান করেন তিনি। ৮৬ বলে ৬১ রান করেন সাঙ্গাকারা। এ ছাড়া দিলশান ৩৫ এবং প্রসাদ করেন ৩০ রান।

ভারতের বোলারদের মধ্যে রবিচন্দন অশ্বিন, উমেশ যাদব ও প্যাটেল দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২৭৪/৮(৫০ওভার)
ম্যাথুস ৯২,সাঙ্গাকারা ৬১

ভারত স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), স্টুয়ার্ট বিনি, রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়ান, রবীন্দ্র জাদেজা, ধাওয়াল কুলকার্নি, অমিত মিশ্র, অক্ষর প্যাটেল, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, আম্বাতি রাইদু, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ইশান্ত শর্মা, মুরালি বিজয় ও উমেশ যাদব।

শ্রীলংকা স্কোয়াড : অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), চাতুরঙ্গা ডি সিলভা, নিরোশান ডিকবেলা, তিলকরত্নে দিলশান, লাহিরু গামেগা, মাহেলা জয়াবর্ধনে, সুরজ রনদিব, নুয়ান কুলাসেকেরা, কুশল পেরেরা, থিসারা পেরেরা, ধাম্মিকা প্রসাদ, সেকুজ্জি প্রসন্ন, আশান প্রিয়াঞ্জন, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক) ও উপুল থারাঙ্গা।

(ওএস/পি/অক্টোবর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test