E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাত্র ১১টি টেস্ট খেলেই হাজারি ক্লাবে মুমিনুল

২০১৪ নভেম্বর ০৬ ১৯:১০:০৩
মাত্র ১১টি টেস্ট খেলেই হাজারি ক্লাবে মুমিনুল

স্পোর্টস ডেস্ক, ঢাকা : মুমিনুল হক মাত্র ১১টি টেস্ট খেলেই সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১০০০ রান করার গৌরব অর্জন করলেন।  বাংলাদেশের দ্বাদশ ক্রিকেটার হিসেবে এই কীর্তি দেখালেন ২৩ বছর বয়সী বামহাঁতি এই ব্যাটম্যান। মুমিনুলের আগে এই কীর্তিটি ছিল হাবিবুল বাশারের দখলে। ১৬ টেস্টে হাজার রান করেছিলেন ‘মিস্টার ফিফটি’।

মুমিনুলের আগে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন হাবিবুল বাশার, তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, জাভেদ ওমর বেলিম, মুশফিকুর রহিম, খালেদ মাসুদ, শাহরিয়ার নাফিস, রাজিন সালেহ, মোহাম্মদ রফিক ও মাহমুদুল্লাহ রিয়াদরা। কিন্তু স্ট্রাইক রেট, গড় ও রানরেটের দিক থেকে অগ্রজদের ছাড়িয়ে গেছেন ‘ছোট্ট’ আকৃতির মুমিনুল। টেস্ট অভিষেকের এক বছরেই ম্যাজিক্যাল চার অঙ্কের ঘর স্পর্শ করলেন তিনি।

বৃহস্পতিবার খুলনা টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩১তম ওভারের চতুর্থ বলে মুসাঙ্গের বল লেগে ঠেলে দিয়ে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেন মুমিনুল। শেষ পর্যন্ত এদিন ৫৪ রান করে থামেন বাংলাদেশী ব্যাটসম্যান। অর্থাৎ, ১১তম টেস্ট শেষে মুমিনুলের ঝুলিতে ১০৩৪ রান। প্রসঙ্গত, বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ৩০২৬ রান করেন হাবিবুল বাশার। তারপর ২৭৩৭ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মোহাম্মদ আশরাফুল।

(ওএস/পি/অক্টোবর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test