E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেসি-নেইমার-সুয়ারেজদের সতীর্থ হতে চান রেউস

২০১৪ নভেম্বর ০৬ ১৯:৩৪:২৫
মেসি-নেইমার-সুয়ারেজদের সতীর্থ হতে চান রেউস

স্পোর্টস ডেস্ক, ঢাকা : তার পেছনে ছুঁটছে বিশ্বের বাঘা বাঘা সব ক্লাব। অবিশ্বাস্য সব প্রস্তাবও আসছে। কিন্তু নিজের অবস্থানে অনড় মার্কো রেউস। আপাতত নিজের শৈশবের ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে খেলা নিয়েই ব্যস্ত থাকতে চান জার্মান এই মিডফিল্ডার। সুতরাং ইংলিশ লিগের জায়ান্ট চেলসি, আর্সেনাল, ম্যানইউ ও ম্যানসিটির প্রস্তাবে সাড়া দেয়ার কোনো তাড়া নেই রেউসের। এমনকি রিয়াল মাদ্রিদকেও নিজের ভবিষ্যত ঠিকানা বানানোরও কোনো পরিকল্পনা নেই ২৫ বছর বয়সী ফুটবলারের। কারণ তার মনে কোণে বার্সেলোনার জন্য আলাদা একটা জায়গা আছে।

জার্মান ক্রীড়া দৈনিক ‘বিল্ড’ ও স্প্যানিশ পত্রিকা ‘মুন্ডো দেপার্তিভো’ তাদের প্রতিবেদনে দাবি করছে, বার্সায় নাম লেখাতে ইচ্ছুক রেউস। এর পেছনে দুটি কারণ আছে। প্রথমত, এমনিতেই আগে থেকে কাতালনিয়ার ক্লাব বার্সেলোনার প্রতি আলাদা ভালো লাগা ছিল রেউসের। আর এখন তার স্বদেশি ও কাছের বন্ধু মার্ক আন্দ্রে টার স্টেজেন কাতালনিয়ার ঘাঁটি গাড়ায় সেই ভালো লাগাটা আরো বেড়ে গেছে যেন! তাই একটা টোটাল ক্যারিয়ারের প্যাকেজ হিসেবে লিওনেল মেসি-নেইমার-সুয়ারেজদের সতীর্থ হতে চাইছেন রেউস।

মাত্র ২৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে জার্মান মিডফিল্ড আগ্নেয়াস্ত্রকে দলে পাওয়া যাবে। এটা বার্সেলোনার জন্য খুব বড় একটা মাথাব্যথা নয়। কিন্তু সমস্যাটা অন্যখানে। স্প্যানিশ দৈত্য ক্লাবটির ওপর যে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত ট্রান্সফার মার্কেটের নিষেধাজ্ঞা রয়েছে। সুতরাং ফিফা যদি এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে তাহলে রেউস ও বার্সা চাইলেও আগামী গ্রীষ্মে দলবদল সম্ভব হবে না। সেক্ষেত্রে বরুশিয়ার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে নতুন ঠিকানায় দেখা যেতেও পারে রেউসকে।

(ওএস/পি/অক্টোবর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test