E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

একপক্ষ আগলে রেখে অর্ধশতক তুলে নিলেন মাহমুদুল্লাহ

২০১৪ নভেম্বর ০৬ ১৯:৩৮:১১
একপক্ষ আগলে রেখে অর্ধশতক তুলে নিলেন মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক, ঢাকা : জিম্বাবুইয়ান বোলাররা ঝড় তুলে দিয়েছিল। দ্রুত বাংলাদেশের কয়েকটি উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়োনোর চেষ্টা করেছিল। কিন্তু তাদের সেই চেষ্টা আবার নিমিষেই মাটি করে দিলেন বাংলাদেশের নির্ভরযোগ্য মিডল অর্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতকের মাইলফলক পার হলেন তিনি। চতুর্থ দিন শেষে ৬৩ রানে ক্রিজে রয়েছেন দেশের অন্যতম সেরা এই অলরাউন্ডার। বল খেলেছেন ১২৯টি। ৭টি বাউন্ডারিতে সাজানো তার এ ইনিংস।

সফরকারী জিম্বুাবুয়েকে ৩৬৮ রানে অলআউট করে দিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ৬৫ রান। দ্বিতীয় ইনিংসে লিডের পরিমান দ্রুত বাড়োনোর দিকে মনযোগি হন মুমিনুল, সাকিবরা। কিন্তু মুমিনুল হাফ সেঞ্চুরি করেই ফিরে যান। বাকিরা ম্যালকম ওয়ালারের সামনে অসহায় হয়েপড়েন এবং একের পর এক উইকেট বিলিয়ে আসতে থাকেন। ফলে ১৪৫ রানেই পতন ঘটে ৫ উইকেটের।

এ অবস্থায় একটি ধৈয্যশীল ইনিংসের প্রয়োজন ছিল। সেটিই করে দেখাচ্ছেন রিয়াদ। প্রথম ইনিংসে ৫৬ রান করে আউট হয়ে নিজেই আক্ষেপ করেছিলেন, ইনিংসটাকে আরেকটু বড় করতে না পারার জন্য। সেই আক্ষেপটাই দ্বিতীয় ইনিংসে প্রেরণা যোগাচ্ছে তাকে। ইতিমধ্যে ১০৪ বলে ৫০ পূরণ করে তার জবাবও দিয়েছেন। ৫টি বাউন্ডারি ছিল অর্ধশতক করার পথের পূঁজি।

প্রথম টেস্টের প্রথম ইনিংসেও করেছিলেন হাফ সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার মাঝেও সফল ছিলেন তিনি। খুলনায় দুই ইনিংসেই পার হলেন গৌরবের মাইলফলক। এ নিয়ে রিয়াদের টেস্ট হাফ সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ১১টি। টেস্ট খেলছেন এ নিয়ে ২২টি। দেখা যাক দ্বিতীয় ইনিংসের অর্ধশতকটা তিনি তিন অংকের ঘরে পৌঁছাতে পারেন কি না।

(ওএস/পি/অক্টোবর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test