E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মারকুটে ফিলিপস পথ দেখাচ্ছেন কিউইদের

২০২৩ ডিসেম্বর ০৮ ১৩:৫২:০৯
মারকুটে ফিলিপস পথ দেখাচ্ছেন কিউইদের

স্পোর্টস ডেস্ক : মিরপুরের স্পিন-ফাঁদে উইকেট হারানোর আগেই দলকে এগিয়ে দিচ্ছেন গ্লেন ফিলিপস। মারকুটে ব্যাট করে বাংলাদেশের পথের কাঁটা হয়ে দাড়াচ্ছেন তিনি। টেস্ট ম্যাচ হলেও প্রতি ওভারেই হাঁকাচ্ছেন বাউন্ডারি। ৫১ বলে ৬০ রান করে অপরাজিত আছেন এই ডানহাতি কিউই ব্যাটার। তাকে সঙ্গ দিচ্ছেন কাইল জেমিসন।

এখন পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৩০ রান। বাংলাদেশ থেকে ৪০ রান পিছিয়ে আছে কিউইরা।

এর আগে বৃষ্টির পর মাঠে নেমেই আক্রমনাত্মক ব্যাটিং করে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। তবে সেটি বেশিক্ষণ চলতে দেননি অফস্পিনার নাঈম হাসান। কিউইদের ৬০ বলে ৪৯ রানের জুটি ভাঙেন তিনি।

২১তম ওভারে নাঈমকে লং অন অঞ্চলে আকাশে তুলে মারেন মিচেল। মিড অফ অঞ্চল থেকে দৌড়ে এসে ৩৯ বলে ১৮ করা মিচেলকে দুর্দান্ত ক্যাচ বানান মেহেদী হাসান মিরাজ।

এরপর ব্যাক টু ব্যাক বল করতে এসে মিচেল স্যান্টনারকে ফেরালেন নাঈম। ব্যাটের কানায় বল লাগিয়ে প্রথম স্লিপে থাকা নাজমুল হোসেন হাতের ধরা পড়েন স্যান্টনার। ৭ বলে ১ রান করেন এই কিউই ব্যাটার।

এর আগে ম্যাচের দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবার ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সারাদিনই বৃষ্টি হয়েছে। যে কারণে মাঠে গড়াতে পারেনি খেলা। আজ শুক্রবার সকাল পৌনে ৯ টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও সেটিও সম্ভব হয়নি।

এর আগে বুধবার প্রথম দিনের খেলা নির্বিঘ্নেই শেষ হয়েছিল। স্পিনারদের দাপটে দুই দলের’ই মোট ১৫টি উইকেট পড়ে প্রথম দিনে। আজ ৫ উইকেটে ৫৫ রান নিয়ে মাঠে নেমেছে নিউজিল্যান্ড ব্যাটার ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপস।

শেরে বাংলা স্টেডিয়াসে প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছিলো ১৭২ রানে। সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিকুর রহিম। ৩১ রান করেন ডানহাতি ব্যাটার শাহাদাত হোসেন।

জবাব দিতে নেমে ৪৬ রানে নিউজিল্যান্ড হারায় ৫ উইকেট। মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট এবং ২ উইকেট নেন তাইজুল ইসলাম।

(ওএস/এএস/ডিসেম্বর ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test