E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ক্ষমা চাইলেন বার্সা কোচ

২০২৪ জানুয়ারি ১৫ ১৫:০৩:১৯
ক্ষমা চাইলেন বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক : এলক্লাসিকো মানেই তো বাড়তি উত্তেজনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে গ্যালারিতে থাকা দর্শকের দারুণ একটি ম্যাচ উপহার দেবেন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা, সেটিই আশা করেন সবাই।

কিন্তু এবার এলক্লাসিকো দেখতে এসে গ্যালারিতে বসে একেবারেই হতাশ দর্শকরা। এলক্লাসিকোতে এমন একপেশে ম্যাচ হয়তো কেউই আশা করেননি। বছরের শুরুতে সৌদি আরবের বিয়াদে আল আওয়াল পার্কে উত্তেজনাকর লড়াইকে একেবারে ডাল-ভাত বানিয়ে দিল রিয়াল। বার্সাকে তারা উড়িয়ে দিলো ৪-১ গোলে। সেটিও আবার ফুটবলপ্রেমীদের দেখতে হলো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে।

বার্সেলোনার এমন বাজে পারফরম্যান্সের কারণে দর্শকদের ধুয়ো শুনতে হয়েছে কোচ জাভি হার্নান্দেজকে। দলের হারের দায় নিজে ঘাড়ে নিয়ে ম্যাচ শেষে দর্শকদের কাছে ক্ষমাও চেয়েছেন জাভি।

জাভি বলেন, ‘আমরা ফাইনালের মতো এমনভাবে খেলতে পারি না। রক্ষণে এবং উচ্চ চাপ তৈরিতে আমরা খুবই বাজে পারফর্ম করেছি। আপনি ২-০ গোলে পিছিয়ে থেকে ফাইনাল শুরু করতে পারবেন না। তারপরে আমরা রবার্ট লেভানডস্কির গোলে ম্যাচে কিছুটা ফিরে এসেছি। কিন্তু পেনাল্টি, যা আমার মতে পেনাল্টি ছিল না, সেটি আবার পেছনে ফেলে দিল।’

বার্সা কোচ আরও বলেন, ‘দ্বিতীয়ার্ধ সত্যিই খারাপ হয়েছে। খেলার রক্ষণভাগে আমরা তাদের আটকে দেইনি। ফাউল করিনি। তারা তা (ফাউল) থেকে বাঁচে, সেখান থেকেই প্রথম দুটি গোল করেছে। আমরা এটি জানতাম এবং প্রশিক্ষণে এটি বন্ধ করার জন্য কাজ করেছিলাম। কিন্তু কার্যকর হয়নি। শুধু বার্সা ম্যানেজার হিসেবে নয়, একজন বার্সা ভক্ত হিসেবে আমি খুবই দুঃখিত। এটাই আমি বলতে পারি। আমাদের ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী, তবে আমরা ফিরে আসব।’

এই ম্যাচে রিয়ালের হয়ে প্রথমার্ধেই দারুণ এক হ্যাটট্রিক করেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড গোল করেন ম্যাচের ৭, ১০ ও ৩৯তম মিনিটে গোল করেন। শেষ গোলটি ভিনি করেছেন পেনাল্টি থেকে। অপরদিকে বার্সার হয়ে একমাত্র গোলটি পোল্যান্ডের ফরোয়ার্ড রবার্ট লেভানডস্কি করেন ম্যাচের ৩৩তম মিনিটে।

(ওএস/এএস/জানুয়ারি ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test