E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরখাস্ত হলেন দক্ষিণ কোরিয়ার কোচ

২০২৪ ফেব্রুয়ারি ১৬ ১৫:২১:৫১
বরখাস্ত হলেন দক্ষিণ কোরিয়ার কোচ

স্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপে ব্যর্থতা ও দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় বরখাস্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ার কোচ জার্গেন ক্লিন্সম্যান। এক বিবৃতিতে ক্লিন্সম্যানকে ছাটাইয়ের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া ফুটবল ফেডারেশন (কেএফএ)।

এশিয়ান কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে গিয়েছিল দক্ষিণ কোরিয়া। কিন্তু জর্ডানের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় তাদের। যে কারণে ক্লিন্সম্যানকে ছাঁটাইয়ের সুপারিশ করেছিল জাতীয় দল পরিচালনা কমিটি। জর্ডানের বিপক্ষে ম্যাচের আগে দক্ষিণ কোরিয়া দলের তারকা খেলোয়াড়দের মধ্যে মারামারির ঘটনার জন্যও সমালোচিত হয়েছিলেন ক্লিন্সম্যান।

অবশেষে বিষয়টি আমলে নিয়ে এই কোচকে ছাটাই করলো কেএফএ। এ প্রসঙ্গে কেএফএ সভাপতি চুং মং-গাইয়ু বিবৃতিতে বলেন, ‘বিশদ পর্যালোচনার পর জাতীয় দলের কোচ পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছে কেএফএ। দলে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে নেতৃত্ব, ব্যবস্থাপনা ও কৌশলগত জায়গায় জাতীয় দলের কোচ হিসেবে যেমনটা প্রত্যাশা ছিল, ক্লিন্সম্যান তা মেটাতে ব্যর্থ হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘প্রধান কোচ হিসেবে ক্লিন্সম্যানের আচরণ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি, ভবিষ্যতেও তা পূরণ হবে না বলে সবাই মনে করছেন। এ কারণে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের আগে আমরা নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ক্লিন্সম্যান লিখেন, ‘সব খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কোরিয়ার সব ফুটবল সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা রইল। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ, আমরা এশিয়ান কাপের সেমিফাইনালে উঠেছি। গত ১২ মাসের অভিযাত্রাও অবিশ্বাস্য ছিল। লড়াই চলুক।’

ক্লিন্সম্যান কোচ হিসেবে তেমন সফল নন। জার্মান জাতীয় দলের দায়িত্বের মধ্যে দিয়ে শুরু হয় তার কোচিং ক্যারিয়ার।কিন্তু ২০০৬ বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নেয় জার্মানি। এরপর ২০০৮ সালে বায়ার্ন মিউনিখ হয়ে ২০১১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। গত বছর দায়িত্ব নিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test