E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিজের যে হতাশার রেকর্ড লুকাতে চাইব্নে অ্যান্ডারসন

২০২৪ ফেব্রুয়ারি ১৬ ১৭:১৯:০৭
নিজের যে হতাশার রেকর্ড লুকাতে চাইব্নে অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক : সব ক্রিকেটারই চায় ইতিহাস গড়তে। নিজের শক্তি-সামর্থ্য আর দক্ষতা দিয়ে ক্রিকেটাঙ্গনের সবার উপরে মেলে ধরতে। কিন্তু মাঝেমাঝে নিজের ক্রিকেটাররা এমন সব রেকর্ড করে ফেলেন, যেটা আসলে কাউকে বলতে যাওয়াটা অস্বস্তিকর। বরং সে রেকর্ড লুকাতে পারলেই মনে যেন বেঁচে যান তারা।

এমনই একটি রেকর্ড করে ফেলেছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জেমস অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে রান খরচ করে ইতিহাসের বইয়ে নিজের নাম লিখিয়েছেন এই ইংলিশ পেসার।

অ্যান্ডারসনের আগে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান খরচের লজ্জাজনক রেকর্ড এতদিন ছিল ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলের। আজ রাজকোটে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসের খেলা শেষে কুম্বলেকে সেই লজ্জা থেকে মুক্ত করেন অ্যান্ডারসন।

২০০৩ সালে অভিষেকের পর এই ম্যাচসহ ১৮৫টি ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। এর মধ্যে ৩৪৪টি ইনিংসে বল করেছেন ডানহাতি ইংলিশ পেসার। রান খরচ করেছেন ১৮ হাজার ৩৭১। এতেই কুম্বলের সর্বোচ্চ রান খরচের রেকর্ডকে পেছনে ফেলে দিয়েছেন অ্যান্ডারসন।

তার আগে অনিল কুম্বলে ১৩২টি টেস্ট ম্যাচে ২৩৬টি ইনিংসে বল করে রান খরচ করেছেন ১৮ হাজার ৩৫৫।

তবে উইকেটশিকারি হিসেবে অ্যান্ডারসন নিজেকে ক্রিকেট ইতিহাসের প্রথম দিকেই রেখেছেন। সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকায় তৃতীয়স্থানে আছেন অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে এই ইংলিশ তারকা বোলার নিয়েছেন ৬৯৬ উইকেট।

এই তালিকায় সবার উপরে আছেন শ্রীলঙ্কার বোলার মুত্তিয়া মুরালিধরন। তিনি শিকার করেছেন ১৩৩ ম্যাচে ৮০০ উইকেট। ৭০৮ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে আছেন অস্ট্রেলিয়ার স্পিনার শেন ওয়ার্ন।

টেস্টের ইতিহাসে সব থেকে বেশি রান খরচ করা ৫ বোলার

১. জেমস অ্যান্ডারসন: ১৮৩৭১ রান।
২. অনিল কুম্বলে: ১৮৩৫৫ রান।
৩. মুত্তিয়া মুরলিধরন: ১৮১৮০ রান।
৪. শেন ওয়ার্ন: ১৭৯৯৫ রান।
৫. স্টুয়ার্ট ব্রড: ১৬৭১৯ রান।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test