E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রান পাহাড়ে চাপা পড়ে শেষ বিকেলের অস্বস্তি জয়ের আউট

২০২৪ মার্চ ৩১ ১৮:৩৪:৪৩
রান পাহাড়ে চাপা পড়ে শেষ বিকেলের অস্বস্তি জয়ের আউট

স্পোর্টস ডেস্ক : ১৩তম ওভারের তৃতীয় বলে অফ সাইডে হার্ড লেন্থে করা ডেলিভারিতে উপড়ে গেলো মাহমুদুল হাসান জয়ের উইকেট। উইকেট পাওয়ার আনন্দে যেভাবে দৌড় দিলেন, তাতে লাহিরু কুমারা বলতেই পারেন, ‘পারলে আমাকে ধরো।’

৫৩১ রানের ইনিংস গড়ে তোলার পর স্বাভাবিকভাবেই চট্টগ্রাম টেস্টেও জয়ের প্রত্যাশা করবে শ্রীলঙ্কা। সে লক্ষ্যে বাংলাদেশ দলের উইকেট তুলে নেয়ার সূচনা করতেই এমন উল্লাস লঙ্কান পেসারের।

দ্বিতীয় দিন শেষ বিকেলে জয়ের উইকেটটাই অস্বস্তি তৈরি করেছে বাংলাদেশ শিবিরে। লাহিরু কুমারার দুর্দান্ত এক ডেলিভারিতে মাত্র ২১ রান করে বোল্ড হয়ে গেলেন বাংলাদেশ দলের এই ওপেনার।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনই ইঙ্গিত মিলেছিলো। বড় স্কোর গড়তে যাচ্ছে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত হলোও তাই। ৫৩১ রানের বিশাল পাহাড় গড়ে তবে থেমেছে তারা। বড় স্কোরের নিচে চাপা পড়ে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষ বিকেলে ওপেনার মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় বাংলাদেশ।

জয় আউট হওয়ার পর ‘রাতের প্রহরী (নাইট ওয়াচম্যান)’ হিসেবে মাঠে নামেন তাইজুল ইসলাম। শেষ পর্যন্ত ১ উইকেটে ৫৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করলো বাংলাদেশ দল। এখনও ৪৭৬ রান পিছিয়ে টাইগাররা।

(ওএস/এসপি/মার্চ ৩১, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test