E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৪০ বছর পর বিলবাওয়ের কোপা দেল রে জয়

২০২৪ এপ্রিল ০৭ ১৪:৫৫:৩৫
৪০ বছর পর বিলবাওয়ের কোপা দেল রে জয়

স্পোর্টস ডেস্ক : কম অপেক্ষা করতে হয়নি আতলেতিকো বিলবাওকে। তবু শিরোপার স্বাদ সেসব ভুলিয়ে দেয়। ঠিক যেমনটা হয়েছে কোপা দেল রেতে। ৪০ বছর পর এই প্রথম টুর্নামেন্টটিতে চ্যাম্পিয়ন হলো তারা।

সেভিয়ায় অনুষ্ঠিত ফাইনালে মায়োর্কাকে পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে হারিয়ে শিরোপা উৎসবে মাতে বিলবাও। এর আগে নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিটের খেলা ড্র ছিল ১-১ ব্যবধানে।

১৯৮৪ সালে সবশেষ কোপা দেল রে জেতার পর ছয়বার আসরটির ফাইনাল খেলেছে বিলবাও। কিন্তু প্রতিবারই পড়তে হয়েছে পরাজয়ের বেদনায়। অবশেষে সপ্তম চেষ্টায় এসে সপ্তম স্বর্গে ওঠল তারা। আর এই স্বর্গের সিঁড়ি বেয়ে ওঠার নেপথ্যে নায়ক ছিলেন বিলবাওয়ের গোলকিপার হুলেন আগিরেসাবালা। টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে দেন তিনি। মায়োর্কার মানু মরলেনস ও নেমানহা রাদোনিচ তাকে ভেদ করে গোল করতে ব্যর্থ হন।

ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে গিয়েছিল মায়োর্কাই। ২১ মিনিটে ক্লাবটির হয়ে ডেডলক ভাঙেন দানি রদ্রিগেস। তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় বিলবাও। ৫০ মিনিটে তাদের সমতায় ফেরান ওইহান সানচেত। এরপর টাইব্রেকারে গিয়ে ৪০ বছরের অপেক্ষা ঘুচায় তারা।

কোপা দেল রে'তে এটি বিলবাওয়ের ২৪তম শিরোপা। যা দ্বিতীয় সর্বোচ্চ। ২৩তম শিরোপা জয়ের সময় অবশ্য শীর্ষেই ছিল তারা। ৩১টি শিরোপা নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তিনে থাকা রিয়াল মাদ্রিদ জিতেছে ২০টি।

(ওএস/এএস/এপ্রিল ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test