E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

২০১৪ নভেম্বর ২০ ১৮:২৪:০১
ফের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে সফরকারী শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াস করার সুবাদে ফের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ভারত। ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক বিরাট কোহলির। তিনি উঠে এসেছেন দুই নম্বরে। ধোনি রয়েছেন সপ্তম স্থানে।

দক্ষিণ আফ্রিকাকে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৭৩ রানে হারিয়ে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ১১৭ পয়েন্ট নিয়ে ভারত রয়েছে শীর্ষে। ২০১১ বিশ্বকাপজয়ীদের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে এর পরেই অসিদের অবস্থান। অস্ট্রেলিয়ার চেয়ে এক পয়েন্ট কম নিয়ে অর্থাৎ ১১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে প্রোটিয়ারা।

র‌্যাঙ্কিংয়ের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও পাকিস্তান। বাংলাদেশ রয়েছে নবম স্থানে। সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। দশম স্থানে রয়েছে জিম্বাবুয়ে।

এদিকে অস্ট্রেলিয়া যদি সিরিজের বাকি দুই ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারে তবে তারা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যাবে। আর প্রোটিয়ারা যদি সিরিজের শেষ দুই ম্যাচে অসিদের হারায় তবে তারা দ্বিতীয় স্থানে উঠে আসবে।

নবম স্থানে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট হলো ৬৯। ৫৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে যদি বাংলাদেশ ৫-০ ব্যবধানে জিম্বাবুয়েকে হারাতে পারে তবে তারা ১১ রেটিং পয়েন্ট পেয়ে জিম্বাবুয়ের চেয়ে ২২ পয়েন্ট এগিয়ে যাবে। তখন সমান ৯৬ পয়েন্ট নিয়ে সপ্তম ও অষ্টম স্থানে থাকা নিউজিল্যান্ড ‍ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টাইগারদের পয়েন্ট ব্যবধান কমে যাবে।

টেস্ট ব্যাটিংয়ের তালিকায় শীর্ষে রয়েছেন কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়কের পরই রয়েছেন ডি ভিলিয়ার্স ও চন্দরপল। এছাড়া ইউনিস খান পঞ্চম ও মিসবাহ উল হক রয়েছেন যথাক্রমে পঞ্চম ও অষ্টম স্থানে।

টেস্ট বোলারদের শীর্ষ তিনটি জায়গা দখল করে আছেন ডেল স্টেইন, রায়ান হারিস ও রঙ্গনা হেরাথ। টেস্ট অল-রাউন্ডারদের তালিকায় সর্বোচ্চ ৩৯৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন বাংলাদেশের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে অশ্বিন (৩৫৭) ও ফিল্যান্ডার (৩৪৮)।

ওয়ানডেতে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিনটি জায়গা দখলে রেখেছেন ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি ও হাশিম আমলা।

ওয়ানডেতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে এখনো শীর্ষে রয়েছেন সাঈদ আজমল। এরপরই রয়েছেন সুনিল নারিন ও ডেল স্টেইন।

ওয়ানডে অল-রাউন্ডারদের তালিকায় সাকিব আল হাসান রয়েছেন তৃতীয় স্থানে। তার রেটিং পয়েন্ট ৩৬১। সর্বোচ্চ ৪২০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। দ্বিতীয় স্থানে থাকা মোহাম্মদ হাফিজের রেটিং পয়েন্ট ৪১১।

(ওএস/এএস/নভেম্বর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test