E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরীক্ষার চিন্তা না করে স্টেডিয়ামে সৌরভ কন্যা

২০১৪ নভেম্বর ২০ ১৯:৫৭:১৮
পরীক্ষার চিন্তা না করে স্টেডিয়ামে সৌরভ কন্যা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাবা কিংবদন্তি খেলোয়াড়, ক্রিকেটার। তাই ক্রিকেটের পাশাপাশি ফুটবলেও রয়েছে তার প্রবল আকর্ষণ। আকর্ষণ এতটাই বেশি যে, কলকাতার শেষ ম্যাচে পরীক্ষার কথা ভুলে মাঠে চলে এসেছিলেন সৌরভ কন্যা সানা গাঙ্গুলি। মা ডোনা নাকি ফুটবল মাঠে আগে আসতে চাইতেন না। এই মেয়ের জোরাজুরিতেই মাঠে আসা শুরু করেন তিনি। এখন নেশায় পরিণত হয়েছে।

শুনুন সৌরভ পত্নীর মুখে সে কথা, ‘ক্রিকেট ম্যাচ কখনও কখনও বোরিং লাগলেও, ফুটবলে সে রকম অনুভূতি হয় না। নব্বই মিনিটের ম্যাচে একটা মিনিটও বসে থাকার উপায় নেই,’ মেয়ে সানাকে পাশে নিয়ে বলছিলেন তিনি। এখানেই শেষ নয়। ডোনা আরও জানালেন, শুরুতে মেয়ে সানার জন্যই নাকি তাঁর স্টেডিয়ামে আসা। কিন্তু ধীরে ধীরে মাঠের উত্তেজনা সৌরভ-পত্নীকে এতটাই প্রভাবিত করে ফেলেছে যে, এখন ম্যাচ থাকলে আর বাড়িতে বসে থাকতে পারেন না। তাঁর কথায়, “ফুটবল ম্যাচ দেখতে আগে কখনও আসিনি। হয়তো আসতামও না। কিন্তু আইএসএল আমাকে টেনে নিয়ে এসেছে। সানার কাল ভূগোল পরীক্ষা। কিন্তু ওভারটাইম পড়ে মাঠে এসেছে।”

(ওএস/পি/নভেম্বর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test