E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ওয়ানডে সিরিজ নিয়ে মাশরাফির ভাষ্য

২০১৪ নভেম্বর ২০ ২০:০৯:৫৪
ওয়ানডে সিরিজ নিয়ে মাশরাফির ভাষ্য

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশের ভাগ্য ঘুরবে ওয়ানডের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার হাত ধরে! এমনটি বিশ্বাস ক্রিকেটপ্রেমীদের। প্রথমবারের মতো একই সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন দুজন অধিনায়ক। টেস্টে মুশফিকুর রহিমের হাত ধরে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন মাশরাফি। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ দলের দায়িত্ব নেবেন নড়াইল এক্সপ্রেস। এর আগে মাশরাফির হাত ধরে সাতটি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই দলই বৃহস্পতিবার শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছে। বেলা আড়াইটায় বাংলাদেশ এবং বিকেল ৪.১৫ মিনিটে জিম্বাবুয়ে অনুশীলন শুরু করে। দুই দলই ফ্লাডলাইটের আলোয় নিজেদের ঝালিয়ে নিয়েছে। অনুশীলনে নামার আগে টাইগার দলপতি মাশরাফি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রস্তুতি ও সিরিজ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানান। উত্তরাধিকার ৭১'এর পাঠকদের জন্য তা দেওয়া হলো :

প্রশ্ন : টেস্ট সিরিজ জেতায় কি আপনারা অতিরিক্ত আত্মবিশ্বাসী?

মাশরাফি : টেস্ট সিরিজে আমরা খুব ভালোভাবে জিতেছি। এটা অবশ্যই আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। বিশেষ করে, যারা টেস্ট খেলেছে তাদের। এবং যারা ভালো খেলেছে তাদের জন্য কাজটা অনেক সহজ হবে। এটা পুরো দলের ওপরও প্রভাব ফেলবে। টেস্টে আমরা একটা ম্যাচও হারিনি। বাজে খেলিনি। সেই আত্মবিশ্বাস এখানে অবশ্যই সাহায্য করবে। ২০১৪ সালে আমরা খুব খারাপ খেলেছি। এটা একটা ভালো সুযোগ যে বিশ্বকাপের আগে এখানে ভালো খেলে জয়ের ধারায় ফিরে আসা। আমরা সবাই এটা নিয়ে ফোকাস।


প্রশ্ন : অধিনায়কত্ব করা কি চ্যালেঞ্জিং, আর ৫-০ করার সুযোগ রয়েছে কি?

মাশরাফি : অধিনায়কত্ব করা অবশ্যই একটা চ্যালেঞ্জ। টেস্ট সিরিজ ভালো গেছে, এটাও ভালো হবে। এর মানে এই না যে আমরা পাঁচটি ম্যাচই টানা জিতে যাব। যেভাবে আমরা টেস্ট ম্যাচে ভালো খেলেছি, এখানেও ভালো খেলতে হবে। ওয়ানডেতে পরিকল্পনায় অনেক পরিবর্তন আসবে। পরিকল্পনাগুলো ঠিকমতো বাস্তবায়ন করা জরুরি। সবকিছু যদি ঠিক করতে পারি, তাহলে অবশ্যই ভালো সুযোগ থাকবে।

প্রশ্ন : বিশ্বকাপের আগে এটা শেষ সিরিজ। এখান থেকেই কি বিশ্বকাপের স্কোয়াড হতে পারে?

মাশরাফি : গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় এখানে আছে। অনেকে বাইরে আছে। যারা বাইরে আছে তারাও কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় । প্রথম থেকেই ১৫ জনকে মনে রেখে এগোনো সম্ভব নয়। ১৮-২০ জন খেলোয়াড় থাকে, যাদের নিয়ে দল গঠন করতে হবে। যারা বাইরে আছে তারাও কিন্তু খেলার মধ্যে আছে। ছোটখাটো ইনজুরি আছে। সেগুলো ঠিক হয়ে গেলে তারাও খেলবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে পাঁচটা ওয়ানডে আছে। সবাই সুযোগ পাবে। সেটা যদি নাও পায়, অনেকেই ঢাকা লিগ খেলছে। এখানে যারা পারফর্ম করবে তাদের দিয়েও বিশ্বকাপ দল হবে। তার আগে এখানে একটা বড় সিরিজ হচ্ছে, পাঁচটা ওয়ানডে। সময়টা একটু কম হলেও শারীরিক ও মানসিক শক্তির অনেক প্রয়োজন হবে এই সিরিজে।


প্রশ্ন : দুই ফরম্যাটে দুই অধিনায়ক, আপনাকে দিয়েই শুরু হচ্ছে…

মাশরাফি : আসলে আমরা এমন দল যে এখানো অনেক উন্নতি করছি। ধারাবাহিক পারফরম করতে এখনো পারিনি। আমরা সবাই আলাদা-আলাদা ক্রিকেটার। সাকিব আছে, মুশফিক-তামিম আছে, যারা ব্যতিক্রমী পারফরমার। রিয়াদ ভালো খেলছে এখন। কিন্তু তার পরও মনে হয়, যেন সবাই আমরা একই রকম। আর আমাদের সবার একই উদ্দেশ্য থাকে যে টিম হিসেবে একসঙ্গে পারফরম করব। ভালো খেলে জিতব। ওয়ানডে ক্রিকেটে যেটা খুব ভালো শুরু হয়েছিল । কিন্তু এ বছরে সেটা আবার ধারাবাহিক ছিল না। কে দলকে নেতৃত্ব দিচ্ছে সেটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে আমরা দলগতভাবে ভালো করছি কি না। এবং সেটা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।


প্রশ্ন : এখন থেকেই কি ৫-০-এর চিন্তা করছেন?

মাশরাফি : ৩-০ অনেকেই প্রত্যাশা করেছিল কিন্তু না হওয়া পর্যন্ত কিন্তু কেউই বলতে পারেনি যে ৩-০ হবে। ভালো খেলেছে বলেই কিন্তু ৩-০ হয়েছে। সত্যি বলতে, আমি এখনই ৫-০-এর চিন্তা করছি না। প্রথমে এখানে একটা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। দুইটা ম্যাচ আছে এখানে। আমরা যদি এখানে ভালো করে যেতে পারি, তাহলে ওখানে গিয়ে সিরিজ জিতে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার আগে আমাদের কালকের শুরুটা ভালো করতে হবে। একটা-দুটা করে এগিয়ে যাওয়াই ভালো। একটা ম্যাচ জিতলে কিন্তু স্বাভাবিকভাবে অনেক জায়গায় উন্নতি করা সম্ভব হবে। আমি মনে করি, প্রথম ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচটি যদি ভালো করে জিততে পারি, তাহলে সবকিছু পরিকল্পনামাফিক এগিয়ে যাবে। এখনই আসলে ৫-০-এর কথা বলব না। ম্যাচ বাই ম্যাচ, তারপর অবশ্যই সিরিজ।


প্রশ্ন : সাকিবের কাছে আপনার প্রত্যাশা?

মাশরাফি : একজন অধিনায়ক হিসেবে সাকিব ও সবার কাছে একই প্রত্যাশা থাকবে। সাকিব একা হয়তো বা ম্যাচ জেতাতে পারবে না। অনেক কিছু করে দিতে পারবে। কিন্তু তার সহযোগিতায় অনেককে থাকতে হবে। আমি অবশ্যই মনে করি, পুরো দলটাকে ভালো খেলতে হবে। প্রতিটি দলে একটা-দুটা ব্যতিক্রমী খেলোয়াড় থাকে, যারা দলের মূল খেলোয়াড়। আমার কোনো সন্দেহ নেই যে সাকিব বাংলাদেশের সেরা খেলোয়াড়। আমার মনে হয়, সাকিবও সেটা ভালো করে জানে। সাকিবও সেটা পূরণ করবে। মূল বিষয় হচ্ছে, সবাই যেন মাঠে গিয়ে প্রমাণ করে যে আমি দলে সেরা পারফরমার হতে চাই। তাহলে কাজটা অনেক সহজ হবে এবং সাকিবের জন্যেও সহজ হবে।


প্রশ্ন : ওয়ানডে সিরিজের আগে মুশফিকের সঙ্গে আপনার কথা হয়েছে, কোনো পরামর্শ পাওয়া গেছে?

মাশরাফি : কথা তো সব সময় হয়। যারা টেস্ট ম্যাচ খেলছে ব্যাটিংয়ে তারাই আসবে। বোলিংয়ে একটা-দুটা পরিবর্তন আছে। আমি কিংবা আল-আমিন নতুন আসছি। বোলিংয়ের ক্ষেত্রে নতুন পরিকল্পনা করতে হতে পারে। কারণ এই সিরিজে আমরা এখনো ওদের বিপক্ষে বোলিং করিনি। আর ব্যাটিংয়ে যারা আছে, তারা নরমালি ব্যাটিং করবে।


প্রশ্ন : মাঠে শিশির কোনো সমস্যা তৈরি করবে?

মাশরাফি : অবশ্যই শিশির একটা ফ্যাক্ট। কারণ সাকিব, সানী ও জুবায়ের যারা আছে, তারা পুরোদস্তুর স্পিনার। তাদের অনেক সমস্যা হবে, এটা স্বাভাবিক। কারণ সন্ধ্যায় অনেক শিশির পড়বে। এটা একটা সমস্যার কারণ। তার পরও এটা দুটো দলের জন্যই সমস্যা। আমাদের মূল কথা, ওদের বিপক্ষে ভালো খেলতে হবে। সমস্যা হলেও এটা নিয়ে পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে। আমার বিশ্বাস যে আমরা পারব।


প্রশ্ন : তাহলে কি টস খুব গুরুত্বপূর্ণ?

মাশরাফি : অবশ্যই টসটা খুব গুরুত্বপূর্ণ হবে। শিশিরের কারণেই টসটা খুব গুরুত্বপূর্ণ। সে কারণে আমি খুব প্রেসারে আছি (হাসি)।


প্রশ্ন : কন্ডিশন, না দক্ষতার সাহায্য নিয়ে আমরা জিততে চাই?

মাশরাফি : আমার বিশ্বাস, আমরা ভালো খেললে যেকোনো কন্ডিশনে জিততে পারি। টিমের ব্যালেন্সটা খুব ভালো। আনলেস আনটিল আমরা যদি খুব খারাপ না খেলি। ওরা একটা স্বস্তি পেতে, পারে শিশির থাকবে। স্পিনাররা ভালো করবে না, এরকম চিন্তাও করতে পারে। আমরা আসলে ওই নেগেটিভ সাইটটাতে যেতেই চাই না। আমাদের চিন্তাভাবনা এই যে শিশিরের মধ্যেই ভালো বোলিং করতে পারা। কঠিন হলেও এটা চিন্তা করতে হবে এবং আত্মবিশ্বাসী হতে হবে। অন্যথায় আমার মনে হয় না যে সমস্যা হওয়ার কথা। আত্মবিশ্বাস আমার মনে হয় না যে কারো কম আছে।

(ওএস/পি/নভেম্বর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test