E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড

২০১৪ নভেম্বর ২০ ২০:১৫:৩৪
ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক, ঢাকা : নিউজিল্যান্ড দল পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। প্রথম ইনিংসে ৪০৩ রান করা নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে। রস টেলর ৭৭ রানে ও মার্ক ক্রেইগ শূন্য রানে অপরাজিত আছেন। পঞ্চম দিনে তারা মাঠে নামবেন। চতুর্থ দিন শেষে কিউইরা এগিয়ে ১৭৭ রানে।

তার আগে ৬ উইকেটে ২৮১ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল পাকিস্তান। ২৮ রানে অপরাজিত থাকা ইয়াসির শাহ চতুর্থ দিনে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। তার ব্যাট থেকে আসে মহাগুরুত্বপূর্ণ ১১২টি রান। এই রান করতে তিনি ১৯৫ বল খেলেন। তার ১১২ রানের ইনিংসে ১৬টি চারের মার ছিল। অবশ্য চতুর্থ দিনে বাকি চারটি উইকেট হারিয়ে দলীয় সংগ্রহে ১১২ রানের বেশি যোগ করতে পারেনি পাকিস্তান (২৮১+১১২=৩৯৩/১০)।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে টিম সউদি ৩টি উইকেট নেন। এ ছাড়া ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোউল্ট ও ইশ সোধি।

১০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১২৫ রান তুলতেই পাঁচ-পাঁচটি উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। একে একে ফিরে যান লাথাম (৯), উইলিয়ামসন (১১), ম্যাককালাম (৪৫), অ্যান্ডারসন (০) ও নিসাম (১১)। ১৬৬ রানে বিজে ওয়াটলিনও (১১) সাজঘরে ফেরেন। একমাত্র ব্যাতিক্রম রস টেলর। তিনি দিনশেষে অপরাজিত থাকেন ৭৭ রানে।

নিউজিল্যান্ডের ছয়টি উইকেট ভাগ করে নেন ইয়াসির শাহ ও জুলফিকার বাবর।

(ওএস/পি/নভেম্বর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test