E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করলেন অলরাউন্ডার সাকিব

২০১৪ নভেম্বর ২১ ১৭:৪৬:৪১
ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করলেন অলরাউন্ডার সাকিব

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটের উড়ন্ত ফর্মটাকে ওয়ানডেতেও টেনে আনলেন সাকিব আল হাসান। শুক্রবার চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন দেশসেরা ক্রিকেটার।

সাগরিকায় জিম্বাবুয়ের বিপক্ষে রঙিন পোশাকের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের শুরুটা ছিল একেবারেই বাজে। টস হেরে ব্যাটিংয়ে নেমে ভয়াবহ শুরু হয় বাংলাদেশের। ইনিংসের পঞ্চম ওভারে গিয়ে দলীয় আট রানে বিদায় নেন তামিম ইকবাল (৫)। আলোর দিশা দেখাতে পারেননি আনামুল হক বিজয় ও মাহমুদুল্লাহ রিয়াদও। ধৈর্য্য ধরে ব্যাট করা মুমিনুলও ভালো কিছু করে দেখাতে ব্যর্থ। ৩১ রানে তিন উইকেট নেই বাংলাদেশের।

এই অবস্থায় ধুকতে বসা বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা চালান সাকিব। চতুর্থ উইকেটে মুমিনুলের সাথে ৩১ রানের জুটি গড়ে প্রাক বিপর্যয় সামলে নেন তিনি। পরে মুশফিককে নিয়ে রেকর্ড পার্টনারশিপ গড়েন সাকিব। পঞ্চম উইকেটে ১০০ রানের বেশি রান সংগ্রহ করে দলকে লড়াকু সংগ্রহের পথে নিয়ে যান টেস্ট ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার। যিনি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ম্যাচ অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছিলেন। সেই সিরিজে ব্যাটে-বলে আলো ছড়িয়ে দারুণ কিছু রেকর্ড ঝুলিতে ভরেন সাকিব।

এদিন ইনিংসের ৪৩তম ওভারে এলটন চিগম্বুরার বলে সেঞ্চুরি স্পর্শ করেন সাকিব। ৯৫ বলে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটি করেন সাকিব। যা জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় শতক তার। সাকিবের ঝলমলে শতকটিতে ১০টি দৃষ্টিনন্দন চারের মার রয়েছে। এর আগে ইনিংসের ৩১তম ওভারে কামুনগোজির বলে ৫৭ বল খেলে ৫০ রান স্পর্শ করেছিলেন সাকিব। প্রসঙ্গত, এই বছরে এটি সাকিবের প্রথম ওয়ানডে শতক।

(ওএস/অ/নভেম্বর ২১, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test