E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুরো ম্যাচ তো সাকিব একাই খেলেছে : মাশরাফি

২০১৪ নভেম্বর ২২ ১৩:১২:২৮
পুরো ম্যাচ তো সাকিব একাই খেলেছে : মাশরাফি

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজের আগে গত বৃহস্পতিবার সাকিব আল হাসান সম্পর্কে মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, ‘সাকিব একা হয়তো বা ম্যাচ জেতাতে পারবে না। কিন্তু অনেক কিছু করে দিতে পারবে যা ম্যাচের ভাগ্য পাল্টে দেবে।’

একদিনের ব্যবধানে মাশরাফির কথাই সত্য হলো। সাকিবময় হয়ে রইল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে। শুক্রবার ব্যাট হাতে ১০১ ও বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন সাকিব। তার অলরাউন্ডারিং পারফরম্যান্সে বাংলাদেশ চলতি বছরের প্রথম জয় তুলে নিয়েছে।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে বাংলাদেশ ১৩টি ম্যাচ খেললেও একটিতে জয়ের মুখ দেখেনি। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। শুক্রবার সাকিব সেই জয়-ক্ষরা কাটিয়ে দেন। ম্যাচে অধিনায়কত্ব করা মাশরাফি সাকিবের প্রশংসা পঞ্চমুখ।

ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘পুরো ম্যাচটা ও (সাকিব) একাই খেলেছে। ৩১ রানে ৩ উইকেট পতনের পর সাকিব ক্রিজে আসে। এরপর প্রথমে মুমিনুলকে নিয়ে, পরে মুশফিককে নিয়ে জুটি গড়ে। সাকিব-মুশফিকের জুটিতে ম্যাচটা মোটামুটি আমাদের হাতে চলে আসে। বোলিংয়ের শুরুতে আমরা ভালো করতে পারিনি। বোলিংয়ে এসে পরপর দুই উইকেট নিয়ে সাকিব ম্যাচটা আমাদের হাতে নিয়ে আসে।’

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য মাশরাফিকে অধিনায়ক করেছে বিসিবি। মাশরাফির সাজানো মঞ্চে নায়ক সাকিব। সফল অধিনায়ক মাশরাফি! এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘অর্ধেক কাজ তো সাকিবই করে দিয়েছে। আমরা সঙ্গে ছিলাম শুধু।’

(ওএস/এইচআর/নভেম্বর ২২, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test