E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জিততে জিম্বাবুয়ের দরকার ২৫২ রান

২০১৪ নভেম্বর ২৩ ১৬:৩৬:১৫
জিততে জিম্বাবুয়ের দরকার ২৫২ রান

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের জন্য জিম্বাবুয়েকে ২৫২ রানে টার্গেট দিয়েছে বাংলাদেশ। রোববার ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৫১ রান করে বাংলাদেশ।

দুপুরে চমৎকার সূচনার পর ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয় মিলে ১৫৮ তুলেন। ৭৫ রান করে তামিম ফিরে যাওয়ার ১ বল পরেই আউট হন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান।

অপর ওপেনার বিজয়ও ফিরে যান দলীয় ১৭৩ রানের মাথায়। আউট হওয়ার আগে ৮০ রান করেন বিজয়। দুই বল পরে আবারো উইকেট পাওয়ার উল্লাসে মাতে জিম্বাবুইয়ানরা। দুই বল মোকাবেলা শেষে কোনো রান না করেই ফিরে যান আগের ম্যাচে ঝড়ো ইনিংস খেলা সাব্বির।

এর পর মুশফিকের সঙ্গে জুটি বাধেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে বেশিক্ষণ থাকেনি এ জুটিও। কামুঙ্গুজির করা ৪৪তম ওভারে পরপর দুই বলে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ ও মুশফিক। বাংলাদেশের রান তখন ২০৪।

৪৭ তম ওভারের শেষ বলে চাতার মাপা বলে ব্যাট চালিয়ে বোল্ড হন মাশরাফি।

মুশফিক আউটের পর উইকেটে আসেন মুমিনুল। তার সঙ্গে রুবেল মিলে ৫০ ওভার ব্যাটিং করে দলের স্কোর ২৫০ পার করান। শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৫১ রান।

এর আগে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড গড়েন তামিম-এনামুল। সর্বোচ্চ রেকর্ডটি মেহরাব হোসেন ও শাহরিয়ারের। ১৯৯৯ সালের ২৫ মার্চ ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে এ দুই ব্যাটসম্যান ১৭০ রানের উদ্বোধনী জুটি গড়েন। এখন পর্যন্ত এটিই বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি।

রোববার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

শিশিরের প্রভাব ঠেকাতে সিরিজের শেষ ৪টি ম্যাচ এক ঘণ্টা করে এগিয়ে আনায় আজকের ম্যাচটি সাড়ে ১২ টায় শুরু হয়েছে।

৮৭ রানে প্রথম ওয়ানডেতে জিতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। এর আগে টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা।

(ওএস/অ/নভেম্বর ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test