E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া

২০১৪ নভেম্বর ২৪ ১৯:০৫:৪১
আবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক, ঢাকা : অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ জিতেই ভারতকে টপকে গেল। একদিনের ক্রিকেটে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের তালিকায় এক নম্বরে চলে এলো অসিরা। সম্প্রতি শ্রীলঙ্কার সাথে ৫-০ ব্যবধানে সিরিজ জিতে র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছিল ভারত।

রবিবার দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজের শেষ ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার। পাঁচ ম্যাচের মধ্যে আগেই তিনটি ম্যাচ জিতেছিল ওয়াটসনরা। সিডনিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২৮০ রান করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু বৃষ্টিতে বিঘ্নিত হয় ম্যাচ। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে পাঁচ বল বাকি থাকতেই ২ উইকেটে ম্যাচ জিতে অস্ট্রেলিয়া। বর্তমানে একদিনের আন্তর্জাতিক ম্যাচে আইসিসি র‌্যাংকিংয়ে প্রথমে অবস্থান করছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং পয়েন্ট ১১৭। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তাদেরও রেটিং পয়েন্ট ১১৭।

তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং পয়েন্ট ১১২। চতুর্থ অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। তাদের রেটিং পয়েন্ট ১০৮। পঞ্চম অবস্থানে রয়েছে ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১০৭। এছাড়া রেটিং পয়েন্ট ৯৮ নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে পাকিস্তান, রেটিং পয়েন্ট ৯৬ নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড, একই রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, রেটিং পয়েন্ট ৭২ নিয়ে নবম অবস্থানে রয়েছে বাংলাদেশ, রেটিং পয়েন্ট ৫৫ নিয়ে দশম অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে, রেটিং পয়েন্ট ৪২ নিয়ে একাদশ অবস্থানে রয়েছে আফগানিস্তান ও রেটিং পয়েন্ট ৩৩ নিয়ে দ্বাদশ অবস্থানে রয়েছে আয়ারল্যান্ড।

(ওএস/পি/অক্টোবর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test