E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জিম্বাবুয়ের টার্গেট ২৯৮ রান

২০১৪ নভেম্বর ২৬ ১৬:২৮:৫৩
জিম্বাবুয়ের টার্গেট ২৯৮ রান

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের সামানে আরেকটি রানপাহাড় দাঁড় করালো বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে জিততে হলে টপকাতে হবে ২৯৮ রানের ‘বিশাল টার্গেট’।

২৯৮ রানটা জিম্বাবুয়ে বলেই অত বিশাল মনে হচ্ছে। হারতে হারতে যে দলটি ক্লান্ত, তাদের সামনে রাতের আঁধার উপেক্ষা করে এ রান টপকানো চাট্টিখানি কথা নয়। তবে মনে রাখতে হবে ক্রিকেটে শেষ কথা বলে কিছু নেই। তাছাড়া ওই জিম্বাবুয়ে কিছুদিন আগে অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে হারিয়ে এসেছে। তাই সতর্ক থাকতেই হবে মাশরাফি বাহিনীকে।

ম্যাচের শুরুতে বাংলাদেশি ব্যাটসম্যানরা রানের চাকা সচল রেখেই ব্যাট চালাতে থাকেন। তামিম ছিলেন ছন্দে। তবে ৪০ রানের মাথায় রানআউটে কাটা পড়েন তিনি।

এরপর এনামুল ঘুরাতে থাকেন রানের চাকা। তবে হঠাৎ করে আনাড়ি এক শটে ধরা পড়েন তিনি। ৯৫ রানের মাথায় ফিরে যান সাজঘরে। সাকিব আউট হওয়ার আগে করেন ৪০ রান। শেষ দিকে ছাব্বির রহমানের ২২, রিয়াদের ৩৩ বাংলাদেশের সংগ্রহটা নিয়ে যায় ২৯৭ এর ঘরে।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, আনামুল হক বিজয়, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, আরাফাত সানি, রুবেল হোসেন ও শফিউল ইসলাম।

জিম্বাবুয়ে স্কোয়াড: টিমিসেন মারুমা, হ্যামিল্টন মাসাকাদজা, ভুসি সিবান্দা, ব্রেন্ডন টেলর, রেজিস চাকাভা, এলটন চিগম্বুরা, পিটার মুর, তিনাশে পানিয়াঙ্গারা, নেভিল মাদজিভা, এস মায়ার ও টি কামুনগোজি।

(ওএস/অ/নভেম্বর ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test