E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তুলে নেওয়া হলো মেসির হলুদ কার্ড

২০১৪ ডিসেম্বর ০৬ ১২:০৬:১৮
তুলে নেওয়া হলো মেসির হলুদ কার্ড

স্পোর্টস ডেস্ক : যা হয় না, তাই হলো৷ ম্যাচে হলুদ কার্ড দেখিয়েও পরে তা বাতিল করা হলো৷ আর এই নজিরবিহীন ঘটনা ঘটল যাকে নিয়ে তার নাম লিওনেল মেসি৷

বিশ্ব ফুটবলে এ রকম সিদ্ধান্তের কথা বেশি শোনা যায় না৷ মেসিকে দেখানো হলুদ কার্ড তুলে নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশন চমকে নিল৷
রবিবার লা লিগায় বালেন্সিয়ার মাঠে অযথা সময় নষ্ট করার জন্য রেফারি মেসিকে হলুদ কার্ড দেখিয়েছিলেন৷ ঘটনার প্রতিবাদ করে বার্সেলোনা দাবি করেছিল, 'মেসি অযথা সময় নষ্ট করেননি৷ গ্যালারি থেকে দর্শকদের ছোঁড়া জিনিস মাথায় লাগে৷ ঘটনার পর মেসির মন সে দিকে চলে গিয়েছিল৷' বার্সেলোনার প্রথম অভিযোগ বাতিল করে দেওয়া হয়েছিল৷ কিন্তু দ্বিতীয় অভিযোগ আর উড়িয়ে দিতে পারেনি স্প্যানিশ ফুটবল ফেডারেশন৷
তাদের ওয়েবসাইটে বার্সেলোনার আবেদন মেনে নেওয়া পর রিপোর্টে লেখা হয়েছে,'মেসি অযথা সময় নষ্ট করেননি৷ গ্যালারি থেকে উড়ে আসা কোনও বস্তু তার মাথায় লাগার পর তিনি তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন৷' ফলে তার দেখানো হলুদ কার্ডটিও তুলে নেওয়া হয়েছিল৷ কিন্তু গ্যালারি থেকে কারা ঠিক কী ছুড়েছিল, তা নিয়ে ধন্দে সে দেশের ফুটবল ফেডারেশনই৷
৯৪ মিনিটে গোলের পর মেসিসহ গোটা টিম যখন জয়ের উচ্ছ্বাসে মেতেছিল, তখনই গ্যালারি থেকে ছোঁড়া খালি জলের বোতল সরাসরি বার্সেলোনার অধিনায়কের মাথায় লাগে৷ তবে তাতে তার তেমন চোট লাগেনি৷ কারণ এ জন্য সঙ্গে সঙ্গে চিকিত্সক টিমকে মাঠে ডাকা হয়নি৷ তবে খালি বোতল লাগার পর মেসিকে কয়েক মুহূর্ত বেশ অস্বস্তিতে থাকতে দেখা গিয়েছিল৷ তখনই তাকে হলুদ কার্ড দেখানো হয়৷ হলুদ কার্ড দেখেও কোনও বিরক্তি তিনি প্রকাশ করেননি৷ কার্ড দেখার পর শান্ত মেজাজেই মাঠও ছাড়েন চারবারের ফিফা বর্ষসেরার ফুটবলার৷ ফলে সে সময় বোঝা যায়নি ঘটনার গুরুত্ব৷ ম্যাচের পর তাকে বার্সেলোনার চিকিৎসকরা চোট পরীক্ষা করেন৷ এবং চোট বড় না হলেও তাকে যে কিছু ছুড়ে মারা হয়েছিল তা বোঝা যায়৷ এর পরিপ্রেক্ষিতেই বার্সেলোনা কার্ড তোলার আবেদন করে৷ প্রায় নজিরবিহীন ভাবে স্প্যানিশ ফেডারেশন তা তুলেও নেয়৷– ওয়েবসাইট।
(ওএস/এইচআর/ডিসেম্বর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test