E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তারুণ্য নির্ভর ভারতীয় দলের ব্যাখ্যা দিলেন গাঙ্গুলি

২০১৪ ডিসেম্বর ০৬ ১৭:৫১:৩৫
তারুণ্য নির্ভর ভারতীয় দলের ব্যাখ্যা দিলেন গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের যে প্রাথমিক দল ঘোষণা করেছে তাতে উপেক্ষিত হয়েছেন বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, হরভজন সিং, যুবরাজ সিং, জহির খানের মত তারকারা। তাই নিয়ে মুখ খুললেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

তিনি একটি পত্রিকার প্রতিবেদনে লিখেছেন, 'শেবাগ ২০১২-১৩ সালে অস্ট্রেলিয়ার ভারত সফরের পর আর খেলেনি। ঘরোয়া ক্রিকেটেও কোনো ঝলক দেখায়নি। তাই আমি আশাও করি না সে সম্ভাব্য ত্রিশে থাকবে।' গম্ভীরকে নিয়ে লিখেছেন, 'গম্ভীর ইংল্যান্ড সফরের দলে ছিল, কিন্তু খারাপ পারফরম্যান্সের কারণে সে নিজেই নিজের দলে ফেরাটা কঠিন করে তুলেছে। শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে আর রোহিত শর্মা সুযোগটা লুফে নিয়েছে, অন্যদিকে সাম্প্রতিক পারফরম্যান্স বিচার করলে, সম্ভাব্য ত্রিশে গম্ভীরের থাকার কোনো সুযোগই নেই।'

হরভজনের না থাকার ব্যাপারটা ফর্মের চেয়ে বেশি করে আসলে দলীয় সমন্বয়ের, 'হরভজন হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারলে ভালোই করবে, তবে এখন যারা ভালো করছে তাদের বদল করাটা কঠিন।' আর জহির খানের প্রসঙ্গে লিখেছেন ঘরোয়া ক্রিকেট না খেলে ক্রিকেট থেকে অনেক অনেক দূরে থাকায় তার জন্য এত সময় পর ফেরাটা কঠিন।

২০১১-র বিশ্বকাপ জয়ী পঞ্চপাণ্ডবের মধ্যে ভারতীয় দলে খেলার সবচেয়ে টাটকা অভিজ্ঞতা যুবরাজ সিংয়ের। তবে এ বছরের শুরুতে টি-টোয়েন্টির বিশ্ব আসরে খেললেও ফাইনালে তার ব্যাটিং ছিল সমালোচকদের কেন্দ্রবিন্দু! 'যুবি'কে না নেওয়ার যুক্তি হিসেবে দাদা লিখেছেন এই সুযোগে তরুণদের উঠে আসার কথা, 'যুবরাজ মার্চেই টি-টোয়েন্টি খেলেছে। ফাইনালটা ভালো যায়নি তবে এই এক ম্যাচের জন্য কাউকে এভাবে দোষারোপ করা ঠিক নয়। তবে তার অবর্তমানে সুরেশ রায়না ও অন্যরা উঠে এসেছে।'

উল্লেখ্য, ভারতীয় দলে মনোজ তিওয়ারি, শিখর দেওয়ার ও ঋদ্ধিমান সাহার মত তরুণ খেলছে। অন্যদিকে দলে ডাকা হয় নি সাবেক তারকা ক্রিকেটারদের। কিন্তু পাকিস্তান বুড়োদের ডেকে এনেই দল সাজিয়েছে। যাই হোক ভিন্ন কৌশলেই বিশ্বকাপের দিকে অগ্রসর হচ্ছে এই দুই দেশ।

(ওএস/পি/ডিসেম্বর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test