E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রথম টেস্টেই দেখা যাবে ধোনি ও ক্লার্ককে

২০১৪ ডিসেম্বর ০৭ ১৮:৩০:১১
প্রথম টেস্টেই দেখা যাবে ধোনি ও ক্লার্ককে

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট আগামী ৯ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হচ্ছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া টেস্টে খেলতে পারেন মহেন্দ্র সিংহ ধোনি। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান।

বিরাট কোহলি নয় ধোনিই প্রথম ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন? ধাওয়ান বলছেন, “দু’জনেই আগ্রাসী অধিনায়ক। কিছুটা পার্থক্যও আছে। মাঠে বিরাটের মধ্যে অনেক বেশি ছটফটানি থাকে। দু’জনের নেতৃত্বেই খেলা উপভোগ করি। তবে ধোনি চলে আসায় হয়তো বিরাটকে ভারতের টেস্ট অধিনায়কত্ব করার জন্য আরও অপেক্ষা করতে হবে।”

ধোনির হাতের তালুতে চোট থাকায় প্রথমে ঠিক ছিল দ্বিতীয় টেস্ট থেকে ধোনি খেলবেন যা অ্যাডিলেডে প্রথমে হওয়ার কথা ছিল ১২ ডিসেম্বর। কিন্তু ফিলিপ হিউজের মৃত্যুর ঘটনার পর পরিবর্তিত সূচি ঘোষণা হতেই ধোনির প্রথম টেস্টে থেকেই মাঠে নামার সম্ভাবনা পরিষ্কার হতে শুরু করে। তবে, প্রথম টেস্টে অধিনায়কের নামা নিয়ে আশা-আশঙ্কা রয়েছে অস্ট্রেলীয় শিবিরেও। শুক্রবার টিমের প্র্যাকটিসেও যোগ দেন ক্লার্ক। নেটে ব্যাটিংও করলেন। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ক্লার্কের অ্যাডিলেডে নামার ব্যাপারে আশার কথাই শোনা গেল সহ-অধিনায়ক ব্র্যাড হাডিনের মুখে, “দীর্ঘদিন ধরেই মাইকেল দলের জন্য বড় ভরসার জায়গা। দুরন্ত ক্যাপ্টেন। আর আমরা আমাদের ক্যাপ্টেনকে মাঠে দেখতে চাই। সব কিছু ঠিকঠাক থাকলে মাইকেলকে আমরা হয়তো অ্যাডিলেডে নামতে দেখতে পাব।”

(ওএস/পি/ডিসেম্বর ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test