E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'অস্ট্রেলিয়ার কন্ডিশন বাংলাদেশের জন্য বেশ কঠিন'

২০১৪ ডিসেম্বর ০৭ ১৮:৪২:৪২
'অস্ট্রেলিয়ার কন্ডিশন বাংলাদেশের জন্য বেশ কঠিন'

স্পোর্টস ডেস্ক, ঢাকা : অস্ট্রেলিয়ার কন্ডিশন চ্যালেঞ্জের হলেও, সেখানে বাংলাদেশের ভাল করার দারুণ সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে, নির্দিষ্ট কোন লক্ষ্য নয়, রিয়াদ বলছেন টাইগাররা সাফল্যের পথে এগিয়ে যেতে চায় ম্যাচ বাই ম্যাচ। পাশাপাশি, দলের প্রয়োজনে যে কোন পজিশনে খেলতে প্রস্তুত আছেন বলেও জানান তিনি। আর প্রিমিয়ার লিগে নিজের ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখে বিশ্বকাপের আগে ব্যাটিংয়ে আরো ধার দিতে চান টাইগারদের সাবেক সহ অধিনায়ক।

২০১৩ সালের মে মাসে বুলাওয়েতে ওয়ানডে ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে ৭৫ রানের ইনিংসটির পর, নিজের ছায়ায় যেন ঢাকা পড়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর, রঙ্গিন পোষাকে এক ফিফটি পেতে রিয়াদকে খেলতে হয়েছে ১৭টি ইংনিস। মাঝে সেরা একাদশ থেকে বাদও পড়তে হয়েছিলো রিয়াদকে। কিন্তু, মচকে গেলেও ভেঙ্গে পড়েন নি এই অলরাউন্ডার।

যে জিম্বাবুয়ের বিপক্ষে ছিলো শেষ ফিফটি, সেই প্রতিপক্ষের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে ফিরেছেন স্বরূপে। তিনি বলেন, 'আমি চেষ্টা করে যাচ্ছিলাম। কিন্তু সেভাবে পারফর্ম করতে পারিনি। তো এবার টেস্ট ও শেষ তিন ওয়ানডেতে রান পেয়েছি। এতে খুব ভালো লাগছে।'

বিশ্বকাপ হয়ে অস্ট্রেলিয়ায়। তবে দেশটির কন্ডিশনের সাথে বাংলাদেশের পার্থক্য যোজন যোজন। এজন্য অজিদের কন্ডিশনকে চ্যালেঞ্জ হিসেবেই নিলেন রিয়াদ। এসময় রিয়াদ আরও বলেন, 'ওখানকার কন্ডিশনটা আমাদের জন্য কঠিন হবে। তবে এখানে ভালো করা অসম্ভব নয়। আমাদের ভালো করার জন্য কষ্ট করতে হবে।'

বিশ্বকাপের গ্রুপ বি'তে প্রতিপক্ষ দলগুলোও বেশ শক্তিশালী বাংলাদেশের জন্য। যেখানে স্বাগতিক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ছাড়াও, লঙ্কানদের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশের। তাই প্রশ্ন, সম্ভাবনা কতোটুকু থাকছে টাইগারদের? তিনি বলেন, 'আমাদের খুব ভালো সম্ভাবনা আছে যদি আমরা একটি সুন্দর শুরু করতে পারি।' হ্যাঁ, সেই স্বপ্নিল শুরুর অপেক্ষায় এখন গোটা দেশের ক্রিকেট সমর্থকরাও।

(ওএস/পি/ডিসেম্বর ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test