E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুর পালটালেন বাদল!

২০১৪ ডিসেম্বর ০৯ ১৯:৫১:৫৩
সুর পালটালেন বাদল!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : সুর পালটালেন লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল। গত ৪ ডিসেম্বর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে রূপগঞ্জের হারের পর বাদল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও বোর্ড পরিচালকদের ‘চোরচোট্টা’বলেন। পাঁচ দিনের ব্যবধানে সুর পাল্টিয়ে বিসিবি সভাপতিকে বাংলাদেশ ক্রিকেটের ‘অভিভাবক’ হিসেবে আখ্যায়িত করেছেন বাদল। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাদল বলেন, ‘নাজমুল হাসান পাপন বাংলাদেশের ক্রিকেটের অভিভাবক। ক্রিকেটের সাম্প্রতিক সমস্যার সমাধানে তিনি ইতিবাচক ভূমিকা পালন করবেন। তার হাত ধরে বাংলাদেশের ক্রিকেট সফলতা পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

বাদল আরো জানান, গত ৪ ডিসেম্বর ম্যাচ হারের পর উত্তেজনা ও আবেগপ্রবণ হয়ে গণমাধ্যমে বিসিবি ও বোর্ড পরিচালকদের সম্পর্কে বক্তব্য দেন। দুঃখ প্রকাশ করেছেন বাদল বলেন, ‘আমার মন্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করছি, আমার এই দুঃখ প্রকাশের মধ্য দিয়ে ক্রিকেটাঙ্গনে চলতি সব ধরনের উত্তেজনা ও ব্যক্তিকেন্দ্রিক বিদ্বেষের অবসান ঘটবে।’

(ওএস/পি/ডিসেম্বর ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test